যে কোষ নিজেই ক্যান্সার প্রতিরোধে সক্ষম

যে কোষ নিজেই ক্যান্সার প্রতিরোধে সক্ষম

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ জুলাই, ২০২৫

সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত হয়েছে যে, জেনেভা বিশ্ববিদ্যালয়ের রোগপ্রতিরোধ বিশেষজ্ঞরা এমন এক চমকপ্রদ আবিষ্কার করেছেন, যা ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তারা দেখিয়েছেন যে, দীর্ঘদিন ধরে সহায়ক কোষ হিসেবে পরিচিত CD4 T লিম্ফোসাইট কোষগুলো আসলে সরাসরি ক্যান্সার কোষ ধ্বংস করতেও সক্ষম।
সাধারণত CD8 T কোষকে “ঘাতক কোষ” বলা হয়, এরা মূলত ক্যান্সার ধ্বংসে ব্যবহৃত হয়। তবে ইউ এন আই জি ই গবেষকরা CD4 T কোষগুলোর একটি অনন্য ক্ষমতা আবিষ্কার করেছেন। আধুনিক কোষ প্রকৌশল ব্যবহার করে, তারা এই কোষগুলিকে এমনভাবে রূপান্তর করেছেন যাতে তারা NY-ESO-1 নামক এক সাধারণ ক্যান্সার নির্দেশক শনাক্ত করতে পারে। এই নির্দেশক বহু ধরনের ক্যান্সারে পাওয়া যায়, যেমন: মেলানোমা(ত্বকের ক্যান্সার), ফুসফুস, ডিম্বাশয়, সারকোমা (সংযোজক কলার ক্যান্সার) এবং ব্রেন ক্যান্সার।

ক্যামিলা জান্ডাসের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে CD4 T কোষগুলো শুধু সহায়ক নয়, সরাসরি ক্যান্সার কোষ ধ্বংসকারী হিসেবেও কাজ করছে। প্রাণী মডেল ও ল্যাব পরীক্ষার মাধ্যমে এর প্রমাণ মিলেছে। এমনভাবে CD4 T কোষগুলোর অনুক্রম করা হয়েছে যাতে তারা ক্যান্সার কোষ শনাক্ত করে আক্রমণ করবে, কিন্তু সুস্থ কোষের কোনো ক্ষতি করবে না।
এই চিকিৎসার কার্যকারিতা নির্ভর করে রোগীর এইচ এল এ জিনের (অ্যালিলের) উপর। গবেষণায় ব্যবহৃত টি সি আর (টি সেল রিসেপ্টর) যে অ্যান্টিজেনটিকে চিহ্নিত করে, সেটি এইচ এল এ-এ *02:01 অ্যালিল দ্বারা উপস্থাপিত হয়। এটি প্রায় ৫০% ইউরোপীয়ের মধ্যে রয়েছে। এর ফলে একটি বড় সংখ্যক রোগী এই চিকিৎসার আওতায় আসতে পারে।

এই গবেষণার ভবিষ্যৎ লক্ষ্য হলো CD4 ভিত্তিক টি সি আর প্রকৌশলী ব্যবহৃত কোষ ব্যবহার করে রোগীভিত্তিক পরীক্ষণ চালানো। গবেষক দল এমন একটি “রোগ প্রতিরোধক কোষ সংরক্ষণগার” তৈরি করতে চান যেখানে সুস্থ দাতাদের কোষ সংরক্ষণ করে রাখা হবে এবং তাদেরকে সঙ্গে মিলিয়ে রোগীদের শরীরে দ্রুত প্রয়োগ করা যাবে। বিশেষ করে আক্রমণাত্মক ও শিশুদের দুরারোগ্য ক্যান্সারের জন্য এটি যেন এক আশার আলো।
এই গবেষণা প্রমাণ করে দিল, যেসব কোষ আগে সহকারী হিসেবে বিবেচিত ছিল, সেগুলোই একদিন হতে পারে ক্যান্সার চিকিৎসার প্রধান অস্ত্র।

তথ্য সূত্র:
Camilla Jandus et al, 27 June 2025, Science Advances.
DOI: 10.1126/sciadv.adu5754

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =