মার্কিন যুক্তরাষ্ট্রে আবার বাড়ছে কোভিড সংক্রমণ। সৌজন্যে ডেল্টা ভ্যারিয়ান্ট। কিন্তু এই সংক্রমণ অন্য একটা দিকেও ওই দেশের সমস্যা বাড়াচ্ছে। আক্রান্ত হচ্ছে দেশের মহাকাশ চর্চা। তরল অক্সিজেনের ঘাটতি হচ্ছে বলে রকেট উৎক্ষেপণ করা যাছে না! কারণ একইসঙ্গে দেশের হাসপাতালগুলোতেও চাহিদা বাড়ছে তরল অক্সিজেনের। মার্কিন যুক্তরাষ্ট্রে রকেট উৎক্ষেপণ করে স্পেস এক্স। মূলত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারী পাঠানো এবং মালবাহী রকেট ফেরত আনার কাজে স্পেস এক্সে তরল অক্সিজেন ব্যবহার করা হয়। স্পেস এক্সের তরফে সম্প্রতি জানানো হয়েছে তাদের আগামি কয়েক মাসের মধ্যে আকধিক রকেট উৎক্ষেপণের পরিকল্পনা করা ছিল। কিন্তু তরল অক্সিজেনের ঘাটতিতে সেই পরিকল্পনাগুলি স্থগিত করতে হয়েছে। গতবছরই মার্কিন যুক্তরাষ্ট্রে লক্ষাধিক মানুষ কোভিডে আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি সংক্রমণের হার কিছুটা কমেছিল। মাস্ক পরা বাধ্যতামূলক ছিল আগে, সেটা তুলেও দেওয়া হয়েছিল কিছুদিন আগে। কিন্তু বর্তমানে আবার মাস্ক পরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। মাইকে প্রচার করা হচ্ছে সোশ্যাল ডিস্ট্যান্সিং রাখার জন্য। আর এই অবস্থায় হাসপাতালগুলোতে আবার বাড়ছে তরল অক্সিজেনের চাহিদা।