রক্তপরীক্ষা করেই কি আগেভাগে ধরা পড়বে অ্যালঝাইমার্স?

রক্তপরীক্ষা করেই কি আগেভাগে ধরা পড়বে অ্যালঝাইমার্স?

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ৩ জুন, ২০২৩

স্মৃতি নষ্ট হয়ে যাওয়ার অসুখ অ্যালঝাইমার্স। যত দ্রুত এই রোগ ধরা পড়বে, ততই ভালো। কিন্তু এখনও অবধি চিকিৎসাবিজ্ঞানের হাতে এমন কোনও উপায় নেই। নতুন গবেষণা যদিও অ্যালঝাইমার্স শনাক্ত করার ক্ষেত্রে অভিনব দিশা দেখাচ্ছে। উপসর্গ দেখা দেওয়ার ১০ বছর আগেই মামুলি একটা রক্তপরীক্ষাতেই ধরা পড়তে পারে এই জটিল ব্যাধি।
বাইসেক্টেড এন-অ্যাসিটাইলগ্লুকোসামিন – এই বিশেষ অণু যদি রক্তপরীক্ষায় ধরা পড়ে, তাহলে অ্যালঝাইমার্সের ঝুঁকি অনেকটাই বেশি থাকে। এটা গ্লাইকান জাতের একটা অণু। প্রোটিনের উপরিতলে এই গ্লাইকান অণু অবস্থান করে আর প্রোটিনের কাজকর্মকে প্রভাবিত করতে থাকে।
সুইডেনের ক্যারোলিনস্কা ইন্সটিটিউটের স্নায়ুবিজ্ঞানী রবিন জিউই ঝাও বলছেন, শর্করা অণু দিয়ে তৈরি এই গ্লাইকানদের ভূমিকা ডিমেনশিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে একেবারে নতুন রাস্তা। অ্যালঝাইমার্স রোগটা যখন প্রাথমিক পর্যায়ে ধীরে ধীরে বাড়ছে তখন রক্তে গ্লাইকান অণুর মাত্রার অদলবদল ঘটে। সেটা শনাক্ত করা একটা সামান্য রক্তপরীক্ষা দিয়েই সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + nineteen =