রক্ত জমলেই বিপদ!

রক্ত জমলেই বিপদ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ আগষ্ট, ২০২১

কোভিডে আক্রান্ত হয়েছিলেন আপনি। রিপোর্ট নেগেটিভ এসেছে। মনে স্বস্তি নিয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু তারপরও অস্বস্তি! দিন যাচ্ছে, সপ্তাহ যাছে, এমনকী মাস চলে যাচ্ছে, তাও রোগীর শারীরিক অস্বস্তি কাটছে না! একটু কাজ করলেই তার হাঁপ ধরে যাচ্ছে, ভীষণ ক্লান্তি গ্রাস করছে, সবমিলিয়ে প্রবল শারীরিক অবসাদে আচ্ছন্ন হয়ে পড়ছেন রোগী। বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, তার মানে সেই রোগীর শরীর থেকে কোভিড যায়নি। আয়ারল্যান্ডের মেডিসিন অ্যান্ড হেলথ সায়েন্সের এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন এই অবস্থা প্রচুর কোভিডে নেগেটিভ রিপোর্ট আসা রোগীদের। এর মূল কারণ? যে রোগীদের শরীরে রক্ত জমাট বেঁধে যাচ্ছে তারাই কোভিড-মুক্ত হতে পারছেন না। এরকম ৫০জন রোগীকে পরীক্ষা করা হয়েছিল। প্রত্যেকের এক অবস্থা। অধ্যাপক জেমস ও’ডোনেল। আয়ারল্যান্ডের ভাস্কুলার বায়োলজির সঙ্গে যুক্ত। তার আশঙ্কা, “কোভিডে নেগেটিভ আসা রিপোর্ট পাওয়া রোগীদেরই যদি এই অবস্থা হয় তাহলে কত কোটি মানুষ আছেন যাদের রক্ত জমাট বাঁধার অসুখ আছে এবং একইসঙ্গে তাদের কোভিড রিপোর্ট পজিটিভ হয়েছে বা পরীক্ষাই হয় নি! তাদের কী হবে কে জানে!”