রহস্যময়ী ক্লিওপেট্রার সমাধি আজও পাওয়া যায়নি

রহস্যময়ী ক্লিওপেট্রার সমাধি আজও পাওয়া যায়নি

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ২০ জুলাই, ২০২২

ক্লিওপেট্রাকে বলা হয় বিশ্বের প্রথম তথাকথিত সেলিব্রিটি। কিন্তু তার মৃত্যু এবং সমাধি নিয়ে রহস্য আজও অনাবিষ্কৃত! দু’হাজার বছর পরও। আলেকজান্দ্রিয়া শহর থেকে অনেকটা দূরে তাপোসিরিস মাগনা নামের এক প্রাচীন শহরে প্রত্নতাত্বিকরা বহুবছর ধরে খননকার্য চালিয়ে যাছেন। কিন্তু এখনও তাদের হাতে এরকম কোনও প্রমাণ আসেনি যে, ওখানেই সমাধিস্থ হয়ে রয়েছেন মিশরের রানি আর তার চিরকালের প্রেমিক মার্ক অ্যান্তোনিও! ক্যাথলিন মার্টিনেজের মত বিখ্যাত প্রত্নতাত্বিক, যারা প্রায় গোটা জীবনটাই কেটেছে ক্লিওপেট্রার সমাধি খুঁজে বেড়িয়ে, জানিয়েছেন, একটি যুদ্ধে হেরে যাওয়ার পর রোমানদের হাতে বন্দী অবস্থায় থেকেও ক্লিওপেট্রা পালাতে সক্ষম হয়েছিলেন এবং তারপরই তিনি আত্মহত্যা করেন। ততদিনে তার দুই প্রেমিক, জুলিয়াস সিজার আর মার্ক অ্যান্তোনিরও মৃত্যু হয়েছে। কিন্তু কোথায় তিনি রইলেন সমাধিস্থ হয়ে? সেই সময়ের বেশ কিছু রোমান ঐতিহাসিকদের মতে, মার্ক অ্যান্টনি ও ক্লিওপেট্রা দুজনকে একইসঙ্গে কবর দেওয়া হয়। বর্তমানে ঐতিহাসিকদের একাংশ এটাই মনে করেন, কারণ অ্যান্টনির সমাধিও পাওয়া যায়নি। মার্টিনেজও জানিয়েছিলেন, আত্মহত্যা করার আগে, ক্লিওপেট্রা ব্যবস্থা করে গিয়েছিলেন যাতে তার আর অ্যান্টোনির সমাধি শুধু রোমানরা নয়, ইতিহাসও খুঁজে না পায়!
ক্লিওপেট্রার অসীম ধন দৌলতও পাওয়া যায়নি। হয়ত তাঁর সমাধির সঙ্গেই রয়েছে। নীল নদ অববাহিকা ও মিশরের নানা জায়গায় ঐতিহাসিকরা খোঁজ চালিয়েছেন। শেষপর্যন্ত কিছুটা হতাশ হয়েই তাপোসিরিস মাগনা-কে ‘টোম্ব অফ ক্লিওপেট্রা’ বলে চিহ্নিত করেছেন। কিন্তু ইতিহাস বলছে ওখানে ছিলেন ক্লিওপেট্রা। সমাধি যে ওখানেই রয়েছে তার প্রমাণ প্রত্নত্বাতিকদের হাতে আসেনি। ঐতিহাসিকদের আরও একটি সন্দেহ, এই সমাধিক্ষেত্রটি হয়তো জলের তলায় চলে গেছে। প্রাচীন আলেকজান্দ্রিয়া শহর, যা ক্লিওপেট্রার রাজধানী ছিল, সেটি এখন সমুদ্রের ২০ ফুট নিচে। সেই ধংসাবশেষ খুঁজে পাওয়া গেলেও, ওখানে সমাধি খোঁজার প্রক্রিয়া সেভাবে শুরু হয়নি। হয়তো সেখানেই লুকিয়ে আছেন সেই রহস্যময়ী রানি!