রাক্ষুসে মোজাসরের জীবাশ্ম খুঁজে পেলেন বিজ্ঞানীরা

রাক্ষুসে মোজাসরের জীবাশ্ম খুঁজে পেলেন বিজ্ঞানীরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ সেপ্টেম্বর, ২০২২

আজ থেকে ৬৬ মিলিয়ন বছর আগের কথা। জুরাসিক যুগের গল্প শেষ হয়ে গেছে। সমুদ্রের শিকারিদের মধ্যে রাজত্ব তখন থ্যালাসোটাইটান অ্যাটরক্সের। মরক্কোতে এমনই এক প্রাগৈতিহাসিক মোজাসোরাসের কঙ্কাল আবিষ্কার করলেন গবেষক দল।

ক্রেটাশিয়াস যুগ সবে শেষ হচ্ছে। ডাঙায় দাপট ডাইনোসরদের। সমুদ্রের প্রধান খাদক তখন এই মোজাসর। ঘাতক তিমির মতো বিশাল দাঁত আর মুখ, লম্বায় চল্লিশ ফুট। বড়ো কচ্ছপ, প্লেশিওসোরাস নামের উভচর বা অন্য মোজাসর ছিল এই অ্যাটরক্সের শিকারের লক্ষ্য। এখনকার দিনের ইগুয়ানা বা মনিটর লিজার্ডদের পূর্বপুরুষ বলা যেতে পারে তাদের।

কোমোডো ড্রাগনের পায়ের বদলে যদি পাখনা থাকত? অথবা হাঙরের মতো ল্যাজ? মোজাসরাস দেখতে তেমনই। ক্রেটাশিয়াস যুগে পৃথিবীর উপরিতল ঢাকা থাকত চকের মতো উপাদান দিয়ে। এ যুগের শেষ ২৫ মিলিয়ন বছরে প্লেশিওসরাস বা ইকথিওসরাস প্রজাতির সামুদ্রিক সরীসৃপকে সরিয়ে মুখ্য খাদক হয়ে ওঠে মোজাসর গোত্রের শিকারি। মরক্কোতে যে সদস্যের হদিশ দিলেন গবেষকরা, সেই থ্যালাসোটাইটান অ্যাটরক্স বিবর্তনের পথে সমুদ্রের অন্য বাসিন্দাদের জন্য ত্রাস হয়ে উঠেছিল।