রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ জুন, ২০২২

রাজ্যে দৈনিক আক্রান্ত গত মঙ্গলবারই চারশোর গণ্ডি পার করেছিল। বুধে তা সামান্য কমে হয়েছিল ২৯৫। বৃহস্পতিবার তা এক লাফে পৌঁছে গেল সাড়ে সাতশোর কাছে। রাজ্যে দৈনিক সংক্রমণের হারও ঊর্ধ্বমুখীই রয়েছে। গত সপ্তাহ থেকে তা ধাপে ধাপে বেড়ে পৌঁছে গেল সাড়ে সাত শতাংশে। যা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্যকর্তারাও। প্রশাসনের তরফে বার বার কোভিডবিধি অক্ষরে অক্ষরে মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোনও কোভিড রোগীরই মৃত্যু হয়নি।

গত ১০ জুন থেকে রাজ্যে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৫ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ২৩ হাজার ৫৮৭ জন। রাজ্যে নতুন করে যত সংক্রমিত হয়েছেন, তার মধ্যে শুধু কলকাতাতেই ৩৩৯ জন। পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনায়। ওই জেলায় আক্রান্ত হয়েছেন ২৩৮ জন। তবে রাজ্যের বাকি জেলাগুলিতে দৈনিক আক্রান্ত একশোর নীচেই রয়েছে। তার মধ্যে এগিয়ে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি।