রাতেও সৌরশক্তি থেকে শক্তি উৎপাদন

রাতেও সৌরশক্তি থেকে শক্তি উৎপাদন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ মে, ২০২২

গোটা পৃথিবী জুড়েই নিত্যনতুন গবেষণা চলছে সৌরশক্তি উৎপাদন ও তাকে সঞ্চয় কীভাবে করা যায় সেই নিয়ে। কিন্তু সৌরশক্তি পাওয়ারও সীমাবদ্ধতা রয়েছে। সুর্য অস্তাচলে যাওয়ার পর এই সীমাবদ্ধতা প্রকট হয়ে পড়ে। সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এবার নতুন এক প্রযুক্তির আবিষ্কার করলেন যার সহায়তায় রাতেও সৌরশক্তি উৎপাদন ও সঞ্চয় করা যাবে। একটা সেমি-কনডাক্টর যন্ত্র যা তাপকে ইনফ্রা-রেড আলোয় রূপান্তরিত করে রাখতে পারবে এবং রাতেও সেই আলোর সহায়তায় সৌরশক্তি ব্যবহার করা সম্ভব হবে। যন্ত্রটির নাম গবেষকরা দিয়েছেন থার্মো-রেডিয়েটিভ। যদিও এই প্রযুক্তির সহায়তায়, বর্তমানে যে পরিমাণে সৌরশক্তি উৎপাদন করা সম্ভব হচ্ছে সেটি সৌর-প্যানেল থেকে উৎপাদিত সৌরশক্তির তুলনায় এক লক্ষ গুণ কম। তবু গবেষকরা আশাবাদী অদূর ভবিষ্যতে সৌরশক্তির পরিমাণ আরও বাড়ানো যাবে। এসিএক্স ফোটোনিক্স জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষকদের অন্যতম, ফোবে পিয়ার্স জানিয়েছেন, সারাদিনে সুর্যের তাপে পৃথিবী যেরকম উত্তপ্ত হয়ে থাকে সেই তাপকে রাতে ব্যবহার করার ভাবনা থেকেই এই প্রযুক্তি আবিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল।