রাষ্ট্রপুঞ্জের ‘চ্যাম্পিয়ন অফ আর্থ’ অ্যাটেনবরো

রাষ্ট্রপুঞ্জের ‘চ্যাম্পিয়ন অফ আর্থ’ অ্যাটেনবরো

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ এপ্রিল, ২০২২

ডেভিড অ্যাটেনবরো। ব্রডকাস্টার, ঐতিহাসিক, লেখক ও পরিবেশবিদ। প্রকৃতি ও মানুষের সম্পর্ক এবং পরিবেশ বাঁচানোর আন্দোলনে তার কাজ ৭০ বছর ধরে। সেই অ্যাটেনবরোকে এবছর সেরা পরিবেশবিদের সম্মান দিল রাষ্ট্রপুঞ্জ। পুরষ্কারের নাম ‘চ্যাম্পিয়ন অফ আর্থ’। বিবিসি-র ন্যাচারাল হিস্ট্রি বিভাগের ব্রডকাস্টার হয়ে পরিবেশ ও মানুষের সম্পর্ক নিয়ে ডেভিডের তৈরি করা তথ্যচিত্রগুলো- লাইফ অন আর্থ, লিভিং প্ল্যানেট, আওয়ার ব্লু প্ল্যানেট, রূপকথার মত হয়ে গিয়েছে। রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে, ডেভিড তার সারাজীবন পরিবেশ, প্রাণী ও উদ্ভিদ প্রজাতির রক্ষার কাজে এবং একইসঙ্গে মানুষের প্রকৃতিকে বাঁচানোর জন্য কী করা উচিত সেই পরামর্শ দিয়ে গিয়েছেন তার তৈরি তথ্যচিত্র ও বিবিসি-র হয়ে পরিবেশ নিয়ে দেখানো অসংখ্য স্টোরিতে। তাই তাকে আজ সেরা পরিবেশবিদের পুরষ্কার দিতে পেরে রাষ্ট্রপুঞ্জ সম্মানিত। আর অ্যাটেনবরো? পুরষ্কার পেয়ে তার বক্তব্য, “মানুষকে এক হতে হবে পরিবেশ ও বিশ্ব উষ্ণায়ন কমাতে হলে। কোনও একটা দেশ বা একটা গোষ্ঠীর পক্ষে এই যজ্ঞ সম্পন্ন করা সম্ভব নয়। ৫০ বছর আগে তিমির একাধিক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছিল তখন তো মানুষের যৌথ প্রচেষ্টায়ই সেই তিমিকে সমুদ্র আজও দেখতে পাচ্ছে।” উল্লেখ্য যে, ৫০ বছর আগে বিলুপ্তপ্রায় তিমি প্রজাতিদের বাঁচানোর আন্দোলনের পুরোধায় ছিলেন অ্যাটেনবরো। তিমি বাঁচাও আন্দোলনে বিবিসি-তে তার দেখানো ধারাবাহিক সিরিজেই সংশ্লিষ্ট প্রশাসনের টনক নড়েছিল!