রাসয়নিক দূষণের বিপদসীমা অতিক্রমে উদ্বিগ্ন বিজ্ঞানীরা

রাসয়নিক দূষণের বিপদসীমা অতিক্রমে উদ্বিগ্ন বিজ্ঞানীরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ ফেব্রুয়ারী, ২০২২

ইউরোপীয়ান এনভায়র্ণমেন্ট এজেন্সি নামের এক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত স্টকহোম, গোথেনবার্গ, অসলো বিশ্ববিদ্যালয়ের একাধিক বিজ্ঞানীদের করা এক সাম্প্রতিক গবেষণা থেকে জানা গিয়েছে রাসয়নিক বর্জ্য এবং তার জেরে তৈরি হওয়া দূষণ এই মুহুর্তে সবচেয়ে আতঙ্কজনক অবস্থায় পৌঁছে গিয়েছে। বিপদসীমা অতিক্রম করেছে দূষণ। তার জন্য শুধু মানুষ নয়, বিপর্যস্ত বাস্তুতন্ত্রও। গবেষকদের পর্যবেক্ষণ, গত সাত দশকে পৃথিবীতে রাসয়নিক বর্জ্যের পরিমাণ বেড়েছে ৫ গুণ! গবেষকদের দাবি, আগামী তিন দশকে বর্জ্যের পরিমাণ বাড়বে আরও ৩ গুণ। মানে ১৯৫০ থেকে ২০৫০-এর মধ্যে রাসয়নিক দূষণের বৃদ্ধি হয়েছে ১৫ গুণ। নতুন গবেষণা জানাচ্ছে এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে অদূর ভবিষ্যতে।
ইউরোপীয় সংস্থাটি জানিয়েছে, বর্তমানে বিশ্বের বাজারে উপলব্ধ সাড়ে তিন লক্ষের বেশি কৃত্রিম রাসয়নিক ও সিন্থেটিক দূষক। প্লাস্টিক ছাড়াও যার মধ্যে রয়েছে বিভিন্ন কীটনাশক ও শিল্পজাত বর্জ্য। গবেষণা জানিয়েছে, মানুষের ব্যবহৃত কাগজের গায়ে ছাপার কালিতেও সৃষ্টি হয় ভয়াবহ রাসয়নিক দূষণ। চর্মরোগ থেকে নানারকমের মারণ রোগের বাসা মানুষের শরীরে বাঁধার নেপথ্যে রয়েছে এই রাসয়নিক দূষণ। ক্যানসারের মত ভয়াবহ রোগের কারণও, গবেষকদের মতে রাসয়নিক দূষণের জন্য হচ্ছে।