রিপোর্টে অরণ্যবৃদ্ধি, আখেরে নয়

রিপোর্টে অরণ্যবৃদ্ধি, আখেরে নয়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ ফেব্রুয়ারী, ২০২২

এবছরের ১৩ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের দেওয়া রিপোর্টে ভারতে সামগ্রিকভাবে অরণ্যাঞ্চল বাড়লেও আখেরে পরিবেশের কোনও লাভ হয়নি বলেই জানিয়েছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। লাভ হয়নি মানে, অরণ্যের পরিমাণ কমেছে। মূল বনাঞ্চলের কত অংশ বৃক্ষ দ্বারা আচ্ছাদিত তার পরিমাপেই নির্ণীত হয় বনভূমির পরিমাণ। তার নিরিখেই মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে বনভূমিকে। যে অঞ্চল ৭০ শতাংশ বা তার বেশি বৃক্ষ দ্বারা আচ্ছ্বাদিত সেগুলোকে বলা হয় ঘন অরণ্যাঞ্চল। যে অঞ্চল ৪০ থেকে ৭০ শতাংশের মধ্যে বৃক্ষ দ্বারা আচ্ছ্বাদিত তাকে বলা হচ্ছে মাঝারি ঘন ঘন অরণ্য। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টে ভারতে মোট বনভূমির পরিমাণ বেড়েছে ১৫৪০ বর্গ কিলোমিটার। কিন্তু অরণ্যের পরিমাণের দিকে তাকালে দেখা যাবে, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট জানাচ্ছে অরণ্য নিধনে ১৫ হাজার ১৮৩ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে জঙ্গলের ঘনত্ব কমে গিয়েছে! আরও উদ্বেগজনক তথ্য এই সংস্থা জানাচ্ছে, দেশের ৯১১৭ বর্গ কিলোমিটারের মাঝারি অরণ্য প্রায় খালি হওয়ার মুখে! ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টে ২০১৩-র পর গত আট বছর ধরে ভারতে অরণ্যের পরিমাণ কমে যাচ্ছে এবং এরকম চলতে থাকলে চলতি শতকে ভারত থেকে বিলুপ্ত হয়ে যাবে নাগাল্যান্ডের সমপরিমাণ অরণ্য!