রুশ ক্ষেপণাস্ত্রে ছড়াবে চেরনোবিলের পরমাণু বর্জ্য!

রুশ ক্ষেপণাস্ত্রে ছড়াবে চেরনোবিলের পরমাণু বর্জ্য!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ ফেব্রুয়ারী, ২০২২

আশঙ্কিত ইউক্রেনের সরকার এবং দেশের বিজ্ঞানীরাও। তাদের ভয় ইউক্রেনের ওপর রাশিয়ার অবিরাম গোলাবর্ষণ, ক্ষেপনাস্ত্রের আক্রমণে চেরনোবিল পারাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে পারমাণবিক তেজষ্ক্রিয় বর্জ্য আকাশে ও বাতাসে ছড়িয়ে পড়তে পারে! আকাশ মানে, সময়ের সঙ্গে সঙ্গে গোটা ইউরোপ পঙ্গু হয়ে যেতে পারে পারমাণবিক তেজষ্ক্রিয় বর্জ্যের বিষে। রুশ বাহিনী ইতিমধ্যে ইউক্রেনের উত্তর সীমান্ত দিকে ঢুকে চেরনোবিলের পারমাণবিক উৎপাদন কেন্দ্রের একাংশ দখল করে নিয়েছে। দেশের আভ্যন্তরীণ মন্ত্রকের উপদেষ্টা প্রাক্তন ডেপুটি মিনিস্টার আন্তন গেরাশেঙ্কো জানিয়েছেন, অতিমাত্রায় তেজষ্ক্রিয় পারমাণবিক বর্জ্যগুলি যেখানে রাখা আছে, উৎপাদন কেন্দ্রের সেই অঞ্চলটিতে ইউক্রেনের জাতীয় রক্ষীবাহিনী আপ্রাণ লড়াই করছে যাতে রুশ সেনার অবিরাম আঘাত থেকে পারমাণবিক বর্জ্য সম্বলিত এলাকাটিকে রক্ষা করা যায়। বর্জ্য যেখানে রাখা আছে তার প্রাচীর ভেঙে গেলেই পৃথিবী নতুন এক দুর্যোগের সামনে পড়বে।
৩৬ বছর আগে ১৯৮৬-তে চেরনোবিলে ভয়ঙ্কর দুটি বিস্ফোরণে পারমাণবিক চুল্লির ওপরে থাকা দু’হাজার মেট্রিক টনের ধাতব ঢাকনা উড়ে যায়। ভয়ঙ্কর তেজষ্ক্রিয় বর্জ্য ছড়িয়ে পড়েছিল প্রায় আড়াই হাজার বর্গ কিলোমিটার অঞ্চল। বিজ্ঞানীরা তখনই বলেছিলেন ওই অঞ্চল আর কখনও বাসযোগ্য হবে না। তেজষ্ক্রিয়তার বিপদ থাকবে ২৪ হাজার বছর!