রেটিনা পরীক্ষায় এবার মৃত্যুর সময়!

রেটিনা পরীক্ষায় এবার মৃত্যুর সময়!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ জানুয়ারী, ২০২২

চোখ দেখে এবার বলে দেওয়া সম্ভব হবে আপনার, আমার আয়ু কতদিন! কিডনির অসুখে, না হৃদরোগে বা
স্নায়ুরোগে- মৃত্যু কীভাবে হবে সেটাও বলে দেওয়া যাবে শুধু রেটিনা পরীক্ষা করে! নজরকাড়া এই খবর জানা গিয়েছে একটি সাম্প্রতিক গবেষণা থেকে যা প্রকাশিত হয়েছে ব্রিটিশ জার্নাল অফ অপথ্যালমোলজিতে। গবেষণা আরও জানিয়েছে চিকিৎসাপদ্ধতির কোনও হ্যাপাও নেই। রোগীকে যন্ত্রণাও ভোগ করতে হবে না। গবেষণা জানিয়েছে, দু’জন সমবয়সী শরীরের দেহকোষের ক্ষয় বয়সের সঙ্গে একইভাবে হয় না। কারও দ্রুত হয়, কারও ধীর গতিতে। এখানেই বছরের হিসেবে মানুষের বয়সের সঙ্গে তার দেহকোষের বায়োলজিক্যাল বয়সের তফাৎ হয় বলে বিজ্ঞানীদের পর্যবেক্ষণ। গবেষণা জানাল মানব দেহকোষের ক্ষয়ের ছবিটা নিখুঁতভাবে ধরা পড়ে রেটিনা পরীক্ষায়। বলে দেওয়া সম্ভব মানুষটি কীভাবে মারা যাবে এবং কত দিন তার আয়ু। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, “এই গবেষণা আগামী দিনে চিকিৎসকদের হাতে বড় হাতিয়ার তুলে দিতে পারে।”