রোবটের দাগহীন অস্ত্রোপচার

রোবটের দাগহীন অস্ত্রোপচার

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৭ আগষ্ট, ২০২২

কেটে ক্যানসারের অস্ত্রোপচার করলে বড় দাগ থেকে যাবে। মেয়ের গলায় সেই চিহ্ন রাখতে নারাজ ছিলেন পেশায় ভাগচাষি বাবা। এ দিকে অস্ত্রোপচারেরও প্রয়োজন। শেষে রোবোটিক সার্জারির মাধ্যমে পরিজনদের চিন্তা দূর করলেন চিকিৎসকেরা। বগলে ও বুকে মাত্র চারটি ফুটো করেই বার করে আনা হল ক্যানসারে আক্রান্ত থাইরয়েড গ্রন্থি। মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদের বাসিন্দা জিয়ারুল হকের বড় মেয়ে সোহিনা খাতুনের কয়েক মাস ধরেই গলা ফুলছিল। নবম শ্রেণির পড়ুয়া সোহিনার এমন অবস্থা দেখে মাস দুই আগে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান বাবা-মা। পরীক্ষায় জানা যায়, থাইরয়েড গ্রন্থিতে সমস্যা রয়েছে। এর পরে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের ‘হেড অ্যান্ড নেক’ ক্যানসার বিভাগে ১৪ বছরের মেয়েকে নিয়ে আসেন জিয়ারুল। পরীক্ষায় ধরা পড়ে, থাইরয়েড গ্রন্থির মধ্যে টিউমার হয়েছে। তখনই ক্যানসারে আক্রান্ত ওই কিশোরীর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডাক্তারেরা। জিয়ারুল বলেন, ‘‘গলা কেটে অস্ত্রোপচারে দাগ থেকে যাবে, বলেছিলেন ডাক্তারবাবুরা। এমন দাগ থাকলে ভবিষ্যতে সমস্যা হতে পারে ভেবে রাজি হইনি। কিন্তু অস্ত্রোপচারও দরকার ছিল। তখনই রোবোটিক সার্জারির কথা জানানো হয়।