লাইটনিং-এর রেকর্ড ২০২০-তে

লাইটনিং-এর রেকর্ড ২০২০-তে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ ফেব্রুয়ারী, ২০২২

সোমবার ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল সংস্থার দেওয়া তথ্যে জানা গিয়েছে ২০২০-তে হওয়া ৭৬৮ কিলোমিটার দীর্ঘ বিদ্যুতের ফ্ল্যাশই এখনও পর্যন্ত দীর্ঘতম। যা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তিন রাজ্য, টেক্সাস, লুইজিয়ানা এবং মিসিসিপি জুড়ে। বিদ্যুতের ঝলকানিতে এর আগের রেকর্ড ছিল ২০১৮-র ব্রাজিলে। হয়েছিল ৭০৯ কিলোমিটার জুড়ে। সাধারণত বিদ্যুতের লাইটনিং ১০ মাইলের বেশি অঞ্চল জুড়ে হয় না। ঝলকানি এক সেকেন্ডের বেশি সময় থাকেও না। মেটেরোলজিক্যাল সংস্থার প্রধান র্যা ন্ডাল কার্ভেনি জানিয়েছেন, দু’টো বিদ্যুৎ ঝলকানিই অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্যও বটে। তবে দু’টো ঝলকানিই মেঘের মধ্যে ছিল আর ভূপৃষ্ঠ থেকে অনেক ওপরে থাকার জন্য মানুষের কোনও ক্ষতি হয়নি। কার্ভেনি আরও জানিয়েছেন, আমেরিকার ওই তিন রাজ্য আর ব্রাজিল-সব অঞ্চলগুলোয় প্রচন্ড ঘন মেঘ তৈরি হয়, প্রবল ঝড়ও হয়। বিদ্যুতের ঝলকানির তীব্রতাও প্রবল হয়। এই লাইটনিং দু’টোকে কার্ভেনি ‘মেগা ফ্ল্যাশ’ বলছেন।