লিথিয়ামের খেল!

লিথিয়ামের খেল!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ মার্চ, ২০২২

প্রবীণদের স্মৃতিভ্রংশ নিয়ে নাজেহাল তাঁদের পরিবারের মানুষ। সেই সমস্যায় কিছুটা আশা জাগালো একটি গবেষণা‌। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি গবেষণা বলছে, লিথিয়াম মৌল অনেকটাই কমাতে পারে এই রোগের আশঙ্কা। ২০০৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ ১৪ বছর ধরে পঞ্চাশ বছরের বেশি বয়সি প্রায় ৩০ হাজার মানুষের উপর এই গবেষণা চালানো হয়েছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। সেই গবেষণার ফলাফলই সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায়। গবেষকদের দাবি, যাঁরা জীবনে কোনও না কোনও সময় লিথিয়াম গ্রহণ করেছেন, তাঁদের মধ্যে এই রোগের আশঙ্কা অনেকটাই কম। বিশেষজ্ঞদের মতে, এত দিন মানসিক অবসাদ ও ‘বাইপোলার সিনড্রোমের’ মতো সমস্যার চিকিৎসায় লিথিয়ামযুক্ত ওষুধ ব্যবহারের চল ছিল। পাশাপাশি, আগে অল্প সংখ্যক মানুষের উপর করা কিছু গবেষণায় ইঙ্গিত মিলেছিল যে, লিথিয়াম ডিমেনশিয়ার উপশম হিসাবে কাজে আসতে পারে। তবে অল্প সংখ্যক মানুষের উপর করার ফলে সেই ব্যাপারে নিশ্চিত হয়ে পারেননি গবেষকরা।