লুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার বারুইপুরে

লুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার বারুইপুরে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ জুন, ২০২২

বিলুপ্তপ্রায় ইন্ডিয়ান ফ্ল্যাপসেল টরটেল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে গত ২১ শে জুন বারুইপুরে। কচ্ছপটির ওজন ছিল প্রায় ৩ কেজি। ঘটনাটি বারুইপুরের শিখরবালি ২নং গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত কুন্দরালি এলাকার। গ্রামের শিক্ষক উদয়ন বৈদ্য তাঁর ব্যক্তিগত পুকুরে মাছ ধরার সময় জালে উঠে আসে কচ্ছপ। অঞ্চলের বাসিন্দা আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষক উজ্জ্বল সরদারের তৎপরতায় খবর যায় বনদপ্তরের কাছে। বনদফতরের দক্ষিন চব্বিশ পরগণা জেলা আধিকারিকের দপ্তরের তৎপরতায় কচ্ছপটি উদ্ধার হয়।