লোহিত কণিকায় তৈরি কোভিডের নতুন টীকার হদিশ

লোহিত কণিকায় তৈরি কোভিডের নতুন টীকার হদিশ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ মার্চ, ২০২২

রক্তের লোহিত কণিকাগুলোকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারাই মানবদেহের প্রতিরোধ ব্যবস্থার কোষগুলোকে সহায়তা করবে ভাইরাসকে প্রতিরোধ করতে। এই পদ্ধতিতে শুধু করোনা ভাইরাস নয়, অন্যান্য শক্তিশালী ভাইরাসের আক্রমণকেও জমাটভাবে প্রতিরোধ করবে এবং সেটা থাকবে অনেক সময় ধরে। সেই লোহিত কণিকা দিয়ে তৈরি অভিনব কোভিড টীকা আবিষ্কার করেছেন আমেরিকার ওন্টারিওর ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, গবেষকরা। তাদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা প্লস ওয়ানে। বিশেষজ্ঞদের একাংশ জানিয়েছেন শুধু কোভিড নয়, অন্য অনেক টীকা তৈরির ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে পারে। গবেষকদের আরও দাবি, এই পদ্ধতিতে তৈরি কোভিড টীকায় পার্শ্ব-প্রতিক্রিয়ার আশঙ্কা খুবই কম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =