শক্তিশালী কম্পন মঙ্গলে

শক্তিশালী কম্পন মঙ্গলে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ মে, ২০২২

নাসার ইনসাইট ল্যান্ডারে সিসমোমিটারে ধরা সম্প্রতি হওয়া মঙ্গল গ্রহের কম্পন। নাসা জানিয়েছে, সিসমোমিটারে দু’বার কম্পন ধরা পড়েছে এবং সেটা যথেষ্ঠ শক্তিশালী। মাত্রা ছিল ৪.২ এবং ৪.১। এর আগে মঙ্গল গ্রহে যে বৃহত্তর সিসমিক ইভেন্ট রেকর্ড করা হয়েছিল তার তুলনায় সাম্প্রতিক এই দু’টো কম্পনের মাত্রা প্রায় পাঁচ গুণ বেশি। বিজ্ঞানীরা আশা করছেন, নতুন এই দু’টো কম্পনের মাত্রা ও অন্যান্য ডাটা বিশ্লেষণ করে মঙ্গলের অভ্যন্তরে বিভিন্ন স্তর সম্পর্কে বিশদভাবে জানা যাবে। বহুদিন ধরে নাসার গবেষণা চলছে, মঙ্গলে কখনও কোনও প্রাণের অস্তিত্ব ছিল কি না বা ভবিষ্যতে লাল গ্রহ মানুষের বসবাস যোগ্য হবে কি না সেই সম্পর্কে। তার আগে সাম্প্রতিক এই কম্পন বিজ্ঞানীদের সহায়তা করবে গ্রহের ভেতরের নানা স্তর সম্পর্কে বিশদভাবে জানতে।