শব্দতরঙ্গের সাহায্য নিয়ে মস্তিষ্কের গভীরে পাঠানো যাবে ওষুধ

শব্দতরঙ্গের সাহায্য নিয়ে মস্তিষ্কের গভীরে পাঠানো যাবে ওষুধ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ জুন, ২০২৩

মানুষের মগজ হচ্ছে শরীরের দুর্গ। সেই দুর্গের চারধারে আছে অনতিক্রম্য এক পরিখা – ব্লাডব্রেন ব্যারিয়ার। বাকি দেহের মধ্যে বইতে থাকা বিষাক্ত পদার্থ আর ক্ষতিকারক জীবাণুকে দূরে রাখে এই প্রাচীর। মস্তিষ্কের অতি সংবেদনশীল কোষের উপর খারাপ প্রভাব পড়ে না।
কিন্তু এই ব্লাডব্রেন ব্যারিয়ার আবার দো-ধারি তলোয়ার। অবাঞ্ছিত পদার্থকে যেমন দূরে রাখে, তেমনই দরকারি ওষুধপত্রকেও ঢুকতে বাধান দেয়। অর্থাৎ, মগজের ভেতরকার কোনও রোগব্যাধি নিরাময় করতে গেলেই সমস্যা। বছরের পর বছর চিকিৎসাবিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছেন কোন উপায়ে এই দুর্ভেদ্য প্রাচীর অতিক্রম করে মস্তিষ্কের অন্দরে ওষুধ পাঠানো যায়। এইবার তাঁরা সফল হলেন। পরিখা পার করার অস্ত্রটা হচ্ছে শব্দতরঙ্গ।
সম্প্রতি এই পদ্ধতি ব্যবহার করে কেমোথেরাপির দুটো জোরালো ওষুধ মগজের অভ্যন্তরে পাঠানো সম্ভব হল। চিকিৎসার পর দেখা গেল, এতদিনের প্রচলিত পদ্ধতির চেয়ে শব্দতরঙ্গের সাহায্য নিয়ে চার থেকে ছয় গুণ বেশি উপকারিতা মিলেছে। মস্তিষ্কের ভেতর নির্দিষ্ট টিউমারে যতটা ওষুধ পৌঁছল তার পরিমাণটাও বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + eight =