শব্দের মাধ্যমে মস্তিষ্কের তরঙ্গ ও ডিমেনশিয়াকে প্রভাবিত করা

শব্দের মাধ্যমে মস্তিষ্কের তরঙ্গ ও ডিমেনশিয়াকে প্রভাবিত করা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ জুন, ২০২৪

মস্তিষ্কের আলফা রিদম স্মৃতি এবং উপলব্ধির সাথে যুক্ত, যারা জ্ঞানীয় পতন এবং স্মৃতিভ্রংশের সম্মুখীন হয়েছেন তাদের মস্তিষ্কের এই ছন্দে পরিবর্তন লক্ষ করা যায়। আলফা অসিলেশন বা দোলন আমাদের মস্তিষ্কের বৈদ্যুতিক ক্রিয়াকলাপের এক বৈশিষ্ট্য, তবে মস্তিষ্কের মৌলিক কার্যে তাদের ভূমিকা পুরোপুরি জানা নেই। মোটামুটিভাবে বোঝা গেছে মনোযোগের ক্ষেত্রে আলফা-ব্যান্ড দোলনের দুটো ভূমিকা রয়েছে, এটা কোনো বিষয়ের দমন এবং নির্বাচনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। আলফা-ব্যান্ড দোলন মৌলিক জ্ঞানীয় প্রক্রিয়া এবং বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে মস্তিষ্কের ক্রিয়াকলাপ সমন্বয়ে মূল ভূমিকা পালন করতে পারে। গবেষণা অনুসারে মস্তিষ্কের কিছু তরঙ্গকে উদ্দীপিত করতে শব্দের ব্যবহার করলে তা ডিমেনশিয়া বা জ্ঞানীয় ক্ষয়প্রাপ্ত ব্যক্তিদের ভালোভাবে ঘুমোতে সাহায্য করে। ঘুমের ব্যাঘাত ডিমেনশিয়ার সাধারণ বৈশিষ্ট্য, আর ডিমেনশিয়াগ্রস্থ মানুষের প্রায় অর্ধেকে এর শিকার।
এই গবেষণায়, ইউনিভার্সিটি অফ সারে এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ইউকে ডিমেনশিয়া রিসার্চ ইনস্টিটিউট সেন্টার ফর কেয়ার রিসার্চ অ্যান্ড টেকনোলজির গবেষক দল শব্দের উদ্দীপনা ব্যবহার করেন, যা আলফা রিদমকে প্রভাবিত করে। গবেষকরা বলেছেন, শব্দ একটা শক্তিশালী পদ্ধতি যা শরীরে না প্রবেশ করিয়েও মস্তিষ্কের মধ্যে নির্দিষ্ট দোলনকে উদ্দীপিত করে তুলতে পারে। চিকিত্সায় প্রয়োগের জন্য সরঞ্জাম তৈরি করতে এই দোলনগুলো নিপুণভাবে পরিচালনা করার উপায়গুলো খুঁজে বের করা গুরুত্বপূর্ণ কারণ অ্যালজাইমার রোগের মতো রোগগুলোতে মস্তিষ্কের দোলনগুলো ধীর হয়। এর জন্য গবেষকরা ইনোভেটিভ ব্রেন মডিউলেশন পদ্ধতি ব্যবহার করে শব্দের উদ্দীপনা ও মস্তিষ্কের ইলেক্ট্রিক্যাল কার্য মেপে সেই অনুযায়ী উদ্দীপনা পরিবর্তন করেছেন। তারা দেখেন শব্দের উদ্দীপনার ওপর দোলন কমে বা বাড়ে আর একটা নির্দিষ্ট পর্যায়ের শব্দ মানুষকে গাঢ় ঘুমে যেতে বাধা দিচ্ছে। গবেষকদের মতে, তারা শব্দের সাহায্যে আলফা তরঙ্গকে প্রভাবিত করতে সক্ষম, পরবর্তীতে তারা তরঙ্গগুলো এমনভাবে পরিবর্তন করতে চান যা বৌদ্ধিক ক্ষেত্র প্রভাবিত করতে সক্ষম আর ঘুম বৃদ্ধি পায়, এতে ডিমেনশিয়া রোগীদের উপকার হবে। এই গবেষণা PLOS বায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − two =