শল্যচিকিৎসায় প্রোগ্রাম-করা সেলাই

শল্যচিকিৎসায় প্রোগ্রাম-করা সেলাই

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ ডিসেম্বর, ২০২৫

শল্যচিকিৎসায় সেলাই করা মানে কেবল সুতো বাঁধা নয়। বরং এ এক নিখুঁত শক্তির সূক্ষ্ম গণিত। সেলাই যদি বেশি টাইট হয়, ক্ষতস্থানে রক্তপ্রবাহ কমে গিয়ে টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। আবার কম টাইট হলে ক্ষত সঠিকভাবে জোড়া লাগে না, সংক্রমণ বা লিকেজের ঝুঁকি বাড়ে। এই সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে প্রায়ই বেশ কয়েক বছরের অভিজ্ঞতা দরকার হয়। এই সমস্যারই এক অভিনব সমাধান খুঁজে পেয়েছেন একদল গবেষক, যার নাম “প্রোগ্রাম করা যায় এমন স্লিপনট”। এটি নির্দিষ্ট টানের শক্তি পেলেই খুলে যায়। অর্থাৎ সার্জন শুধু নির্দিষ্ট মাত্রায় টান দেবেন, আর যখন গিঁটটি “খুলে যাবে”, তখনই বোঝা যাবে সেলাই যথাযথ শক্তিতে বসেছে। আশা করা যাচ্ছে, এই স্লিপনট ব্যবহার করলে অনভিজ্ঞ চিকিৎসকরাও বিশেষজ্ঞদের মতো নির্ভুল সেলাই করতে সক্ষম হবেন। পরীক্ষাগারে সিমুলেটেড সার্জারিতে দেখা গেছে, স্লিপনটের কারণে সেলাইয়ের টেনশন সবসময় নিয়ন্ত্রিত এবং একসমান থাকে। পরবর্তীতে পরীক্ষা চালানো হয় ইঁদুরের উপর, কোলন সার্জারিতে। সেখানে দেখা যায় রক্তপ্রবাহ দ্রুত ফিরে আসছে, সেলাইয়ের জায়গায় লিকেজ থাকছে না এবং ক্ষতস্থানের চিহ্ন বা দাগ কম তৈরি হচ্ছে। সাধারণ সেলাইয়ের তুলনায় এটি অনেক উন্নত।

 

স্লিপনট দেখতে সাধারণ গিঁটের মতো হলেও এর যান্ত্রিকতা বেশ জটিল। গিঁটটি এমনভাবে বানানো যে সুতো টানা হলে এটি বাঁকবে, মোচড় নেবে, ঘষটে যাবে, নিজেকেই ঘষবে এবং ঠিক নির্ধারিত বল- এ পৌঁছলেই খুলবে। চীন-এর ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের গবেষক ও রোবোটিকস বিশেষজ্ঞ টিফেং লি বলেন, “এটি একধরনের ‘মেকানিক্যাল ফিউজ’। একবার গিঁট খুলে গেলে সার্জন বুঝতে পারবেন, সঠিক বল প্রয়োগ করা হয়েছে।” অর্থাৎ, আর আন্দাজ নয়, সেলাই হবে মাপজোক মেনে। এই গিঁট তৈরি করতে গবেষক দল প্রথমে বিভিন্ন ধরনের সুতো ও গিঁট পরীক্ষা করে দেখেছেন কোন অবস্থায় কত টান লাগলে গিঁট খোলে। পরে উচ্চ রেজোলিউশন ক্যামেরায় গিঁট খোলার সম্পূর্ণ প্রক্রিয়া বিশ্লেষণ করা হয়। এই পর্যবেক্ষণ থেকে তৈরি হয় একটি গাণিতিক মডেল, যা গিঁটের শক্ত করে বাঁধার মাত্রা, সুতোর খসখসে বা মসৃণ ভাব, লুপের আকার ইত্যাদির সঙ্গে প্রয়োজনীয় “খোলার শক্তির” সম্পর্ক নির্ধারণ করে। এই স্লিপনট কৌশল ভবিষ্যতে বিশেষভাবে উপযোগী হতে পারে। ল্যাপারোস্কোপিক বা কী-হোল সার্জারি, যেখানে সার্জন হাতের অনুভূতি সরাসরি পান না, আবার রোবটিক সার্জারি, যেখানে নির্দিষ্ট ও পুনরাবৃত্ত নির্ভুলতা অপরিহার্য, সেখানেও এর প্রয়োগ ঘটবে। গবেষকরা ভবিষ্যতে দুই ধরনের সমাধানের কথা ভাবছেন। ১) আগে থেকেই স্লিপনট বাঁধা প্রি-প্যাকেজড শল্য সূত্র, ২) অপারেশনের সময় তাত্ক্ষণিকভাবে গিঁট বেঁধে দেওয়ার মেশিন। কানাডার, ইউনিভার্সিটি অফ ক্যালগেরির নিউরোসার্জন ও রোবোটিক সিস্টেম বিকাশকারী গারনেট রয় সাদারল্যান্ড বলেন, “সার্জিক্যাল সেলাই পদ্ধতি দশকের পর দশক একইরকম রয়েছে। যদি এই স্লিপনট বাস্তব ব্যবহারে ধারাবাহিকভাবে সফল হয়, তবে এ হবে এক বড় অগ্রগতি।”

অপারেশন থিয়েটারে প্রতিটি সেলাই জীবনের সমান মূল্যবান। সেখানে অনিশ্চয়তার জায়গা কম। স্লিপনট প্রযুক্তি হয়ত ভবিষ্যতের সার্জারিকে আরও নিরাপদ, নিয়মতান্ত্রিক এবং আরও মানবিক করে তুলবে।

 

 

সূত্র : These ‘programmable’ knots harness physics to make surgical stitches safer

Loops precisely knotted into thread can help novice surgeons to perform perfect sutures.

By Elizabeth Gibney; Nature; 26th Nov, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 1 =