শিল্পীর চোখে ভবিষ্যতের পৃথিবী

শিল্পীর চোখে ভবিষ্যতের পৃথিবী

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ এপ্রিল, ২০২২

বিশ্ব উষ্ণায়ন নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। পরিবেশ কর্মী থেকে বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে রক্ষার জন্যে। জলবায়ু সম্মেলন থেকে আন্তর্জাতিক ভাবে প্রতিটি রাষ্ট্রের সংকল্প স্থির হচ্ছে। তবু উষ্ণায়ণ নিয়ন্ত্রণে থাকছে না। আর তাই বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু সঙ্কটের ফলে যে রুক্ষ পৃথিবীর সম্ভবনা প্রকট হচ্ছে শিল্পীর তুলিতে ফুটে উঠছে সেই ভাবি পৃথিবীর ছবি।

ভবিষ্যতের খবর শীর্ষক একটি সিরিজে শিল্পী ফ্যাবিয়েন ব্যারাউ তুলে ধরেছেন উষ্ণায়ন ও জলবায়ু সঙ্কট জনিত প্রলয়ের পরের পৃথিবীর ছবি। ডিজিটাল আর্ট নিয়ে কাজ করা ফাবিয়েন পৃথিবীর বিশেষ কিছু সৌধ ও স্থানের ছবিকে কল্পনার রঙে রাঙিয়ে দেখাচ্ছেন, কী ভয়ানক হতে পারে ভবিষ্যতের পৃথিবী। ডিজিটাল মাধ্যম কে ব্যবহার করে দেখাচ্ছেন, কেমন হতে পারে ২৪৭৬ সালের নিউ ইয়র্ক। সিরিজে রয়েছে রোমের কলোসিয়ামের ছবিও। দেখা যাচ্ছে মরুভূমির বালিতে চাপা পড়ে আছে কলোসিয়াম। ২৩২৩ সালের শিকাগো ঢেকে আছে ঘন জঙ্গলে। ২১১৯ সালে স্ট্যাচু অব লিবার্টির অর্ধেকটাই চলে গেছে সমুদ্রের তলে। দেখা যাচ্ছে ভাঙা আইফেল টাওয়ার। নিজস্ব ইন্সটাগ্রাম পেজে পোস্ট করেছেন শিল্পী ফাবিয়েন ব্যারাউ।