শিশুদের সুরক্ষার জন্য গর্ভাবস্থায় মায়েদের RSV ভ্যাকসিন অনুমোদন

শিশুদের সুরক্ষার জন্য গর্ভাবস্থায় মায়েদের RSV ভ্যাকসিন অনুমোদন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ আগষ্ট, ২০২৩

মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দেশ হিসেবে চিহ্নিত হল যারা গর্ভবতী মহিলাদের জন্য এমন এক ভ্যাকসিন অনুমোদন করেছেন যা তাদের শিশুদের মধ্যে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস (RSV) দ্বারা সৃষ্ট গুরুতর রোগ প্রতিরোধ করে। ফাইজার শট, যা ইতিমধ্যে বয়স্ক ব্যক্তিদের ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছিল, এখন গর্ভাবস্থার ৩২ থেকে ৩৬ সপ্তাহের মধ্যে একটি একক ইনজেকশন হিসাবে ব্যবহারের জন্য অনুমোদন লাভ করেছে, যাতে শিশুদের জন্ম থেকে ছয় মাস পর্যন্ত সুরক্ষা দেওয়া যায়। এই তথ্যটি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের একটি বিবৃতিতে বলা হয়েছে। এফডিএ সেন্টার ফর বায়োলজিক্স ইভালুয়েশন অ্যান্ড রিসার্চের পরিচালক, পিটার মার্কসের মতে RSV শিশুদের অসুস্থতার একটি সাধারণ কারণ। এবং এই রোগের কারণে তাদের হাসপাতালেও ভর্তি হতে হয়।
প্রায় ৭০০০ গর্ভবতী মহিলাদের নিয়ে একটি ক্লিনিকাল ট্রায়াল করা হয়, যেখানে দেখা যায় যে অ্যাব্রিসভো নামের ফাইজারের ভ্যাকসিন জন্ম থেকে ৩ মাস বয়সী শিশুদের মধ্যে RSV দ্বারা সৃষ্ট গুরুতর রোগ ৮২% ক্ষেত্রে এবং জন্ম থেকে ৬ মাস বয়সী শিশুদের মধ্যে ৬৯% ক্ষেত্রে হ্রাস করেছে৷ পূর্বে অ্যাব্রিসভো এবং আরেক্সভি নামের ভ্যাকসিন ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছিল। যদিও RSV প্রায়শই ছোটো শিশু এবং অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে হালকা, ঠান্ডা লাগার মতো উপসর্গ সৃষ্টি করে, কিন্তু কিছু ক্ষেত্রে এর ফলে নিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটিসের মতো গুরুতর অসুস্থতাও সৃষ্টি করতে পারে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অনুসারে, পাঁচ বছরের কম বয়সী প্রায় ৫৮০০০ থেকে ৮০০০০ শিশু RSV সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়। যদিও কিছু ক্ষেত্রে অ্যাব্রিসভো ভ্যাকসিন প্রাপ্ত গর্ভবতী মহিলাদের মধ্যে রক্তচাপ সংক্রান্ত কিছু অসুস্থতা দেখা যায় তবুও সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হল ইনজেকশনের জায়গায় ব্যথা, মাথাব্যথা, পেশী ব্যথা এবং বমি বমি ভাব।
এফডিএ থেকে অনুমোদনের পর, এই ভ্যাকসিন সিডিসি থেকে ছাড়পত্র পাবে যেখানে বলা হবে কখন কীভাবে এই ভ্যাকসিন ব্যবহার করতে হবে।