শীঘ্রই ছাড়পত্র কোভ্যাক্সিনকে

শীঘ্রই ছাড়পত্র কোভ্যাক্সিনকে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ আগষ্ট, ২০২১

সেপ্টেম্বরের মাঝামাঝি বিশ্বস্বাস্থ্য সংস্থা বা হু -র ছাড়পত্র পেয়ে যাবে কোভ্যাক্সিন। এমনই আশা হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথনের। তিনি অতি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নির্মাতারা জুলাইয়ে ভ্যাকসিন সম্পর্কে প্রথম পরিসংখ্যান পেশ করেছিলেন। দ্বিতীয় তথ্য তাঁরা জমা দিয়েছেন অগস্টে। হু-এর টেকনিক্যাল গ্রুপ নির্মাতা সংস্থার সঙ্গে আলোচনা চালাচ্ছে। সেপ্টেম্বরের প্রথম ১০ দিনের মধ্যে সেই আলোচনা শেষ হওয়ার কথা। তারপরই তার ছাড়পত্র দিয়ে দেওয়া হবে। তৃতীয় ঢেউয়ে কি শিশুরাই বেশি ডুগবছ? এ বিষয়ে হু-এর প্রধান বিজ্ঞানী বলেছেন, “আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। বিভিন্ন দেশে সংক্রমণের তথ্য বলছে, শিশুরা সংক্রামিত হছে। কিন্তু ছবিটা এরকম নয় যেখানে কোনও দেশে হাজার হাজার শিশু আইসিউ-তে ভর্তি হয়ে আছে।”