শুক্রাণু ও ডিম্ববাণুর মিলন ছাড়াই ভ্রূণ

শুক্রাণু ও ডিম্ববাণুর মিলন ছাড়াই ভ্রূণ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ আগষ্ট, ২০২২

ভ্রূণের জন্মের জন্য পুরুষের শুক্রাণু এবং মহিলার ডিম্বানু আবশ্যিক। এতদিন পর্যন্ত এটাই ছিল সত্যি। এমনকি, টেস্ট টিউব বেবির ক্ষেত্রেও, ভ্রুণের জন্ম টেস্ট টিউবে হলেও শুক্রাণু এবং ডিম্বানুর নিষেক ঘটাতে হয়। পরে সেই ভ্রূণ কোনও মহিলারে গর্ভে স্থাপন করা হয়। কিন্তু, এতদিনের এই সত্যিটা পাল্টে দিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। সম্প্রতি শুক্রাণু এবং ডিম্বানু ছাড়াই এবং গর্ভের বাইরে তাঁরা একটি সিন্থেটিক ভ্রূণ বা কৃত্রিম ভ্রূণের বিকাশ ঘটিয়েছেন। তবে, তা মানব ভ্রূণ নয়, একটি ইঁদুরের ভ্রূণ। ইঁদুরের স্টেম সেল ব্যবহার করে তাঁরা এই ভ্রূণটির বিকাশ ঘটিয়েছেন। স্বাভাবিক গর্ভাবস্থার মতোই, সাড়ে আটদিন পর সেই ভ্রূণে সফলভাবে একটি মস্তিষ্ক, হৃদপিণ্ড এবং অন্যান্য অঙ্গগুলি বিকাশ ঘটেছে।