শুয়োরের হার্ট প্রতিস্থাপন করা রোগী মারা গেলেন

শুয়োরের হার্ট প্রতিস্থাপন করা রোগী মারা গেলেন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ মে, ২০২২

জানুয়ারিতে ঘটনাটা ঘটার পর বিশ্বের মানুষ কিঞ্চিৎ রোমাঞ্চিত হয়েছিলেন। গুরুতরভাবে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়া ৫৭ বছর বয়সী ডেভিড বেনেটের শরীরে প্রতিস্থাপিত হয়েছিল শুয়োরের হৃদয়। বেনেটই ছিলেন বিশ্বের প্রথম মানুষ যার শরীরে শুয়োরের হার্ট প্রতিস্থাপিত হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন অন্য মানুষের হার্ট নেওয়ার মত অবস্থায় বেনেটের শরীর ছিল না। তাই শুয়োরের হার্ট প্রতিস্থাপন করা হয়েছিল। শুয়োরটির ১০টি জেনেটিক পরিবর্তন করার পর। সেই ডেভিড বেনেট মারা গেলেন। শুয়োরের হার্ট প্রতিস্থাপিত হওয়ার ৪০ দিন পর। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপ্লান্ট সার্জন বার্টলে গ্রিফিথ সংবাদমাধ্যমকে বলেছেন, “আমরা অনুসন্ধান শুরু করেছি কেন বেনেট মারা গেলেন।” কিন্তু সংবাদমাধ্যমেরই সূত্র জানিয়েছে, শুয়োরের হার্ট প্রতিস্থাপিত করার সময় কোনও ভাইরাস বেনেটের শরীরে চলে যায়। আর সেটাই তার মৃত্যুর অন্যতম কারণ।