শেফ রোবট তৈরি হচ্ছে

শেফ রোবট তৈরি হচ্ছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ মে, ২০২২

তৈরি হচ্ছে শেফ রোবট। ডিজাইন করছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। উদ্দেশ্য খাবারের স্বাদ বোঝা। একদম মানুষ যেভাবে কোনও খাবার চেখে দেখে ঠিক সেভাবে রোবটও খাবারটি চেখে তার স্বাদ নিরীক্ষণ করবে। দেখে নেবে নুন, চিনি, ঝালের পরিমাণ ঠিক আছে কি না রান্নাটায়। বড় বড় হোটেল, রেস্তোঁরায় থাকা ফুড টেস্টারের ভূমিকা যাতে পালন করতে পারে ঠিক সেভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে এই রোবটটিকে। এমনকী ওই রোবটকে গ্রাহকের পছব্দ অনুযায়ী খাবারের স্বাদ পরিবর্তন করার ট্রেনিংও দেওয়া হচ্ছে। তিনটি ভিন্ন পর্যায়ে এই স্ক্র্যাম্বেলড এগ এবং একটি টম্যাটোর রান্নার নয়টি আলাদা স্বাদ নির্ধারণ করেছে রোবটটি। ফ্রন্টিয়ারস ইন রোবটিক্স জার্নালে রোবটকে ট্রেনিং দেওয়ার বিষয়ে গবেষণার কথা প্রকাশিত হয়েছে। গবেষকদের আশা, মানুষের মত স্বাদ বুঝতে পারলে একদিন রোবটও মানুষের জন্য তাদের পছন্দ অনুযায়ী শেফ রোবটরা।