সমুদ্রের জল থেকে পানীয় জল প্রস্তুতিতে ভারতীয় বৈজ্ঞানিকদের গবেষণা

সমুদ্রের জল থেকে পানীয় জল প্রস্তুতিতে ভারতীয় বৈজ্ঞানিকদের গবেষণা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ অক্টোবর, ২০২৩

ভোপালের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER) সফলভাবে চৌম্বকীয় ন্যানো পার্টিকেল তৈরি করেছে, যা মানুষের চুলের প্রস্থের চেয়ে প্রায় এক লক্ষ গুণ সরু। জল বিশুদ্ধকরণের জন্য IISER -এর তৈরি এই ন্যানো পার্টিকেল একাধিক ক্ষেত্রে প্রয়োগ করা যায়। যেমন সমুদ্রের জল থেকে তাপ এবং আলো-ব্যবহার করে লবণ অপসারণ, দূষিত বর্জ্য জল থেকে পানীয় জলের নিষ্কাশন, রঞ্জক দ্বারা দূষিত বর্জ্য জল থেকে পানীয় জল নিষ্কাশন। বিশ্বের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হল বর্জ্য এবং সামুদ্রিক জল থেকে পরিষ্কার এবং ব্যবহারযোগ্য মিষ্টি জল নিষ্কাশন। এটি অনুমান করা হয় যে বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ শীঘ্রই এমন অঞ্চলে বাস করবে যেখানে জলের ঘাটতি হবে। এটি মোকাবিলার জন্য, ডিস্যালিনেশন, প্রক্রিয়ায় প্রায় ৪০ শতাংশ উপকূলীয় সম্প্রদায়ের জন্য স্থানীয় জলের উত্স সরবরাহ করতে পারা বেশ গুরুত্বপূর্ণ। এই গবেষণাটির নেতৃত্বে ছিলেন ডঃ শংকর চাকমা, সহকারী অধ্যাপক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, IISER ভোপাল। একটি প্রেস বিবৃতি অনুসারে এই গবেষণা গোষ্ঠীর ফলাফলগুলি বিখ্যাত পিয়ার-রিভিউ জার্নাল আমেরিকান কেমিক্যাল সোসাইটি – EST ইঞ্জিনিয়ারিং-এ প্রকাশিত হয়েছে।
ডাঃ চাকমা বলেছেন চৌম্বকীয় ন্যানো পার্টিকেল ব্যবহার করে ফটোথার্মাল ডিস্যালিনেশনে দেখা গেছে জলের বাষ্পীভবন চমৎকার হারে হয়। এর কারণ ছিদ্রযুক্ত মাধ্যমে উন্নত ভর স্থানান্তরিত হয়, যেমন গাছের ক্ষেত্রে শ্বাসমোচন এবং কৈশিক ক্রিয়া, জলের অণুগুলির দ্রুত ঊর্ধ্বগামী চলাচলে সহায়তা করে। ডিস্যালিনেশন পদ্ধতি যেগুলি সমুদ্রের জল থেকে ব্যবহারযোগ্য জল তৈরি করে যেগুলির জন্য প্রচুর তাপের প্রয়োজন হয়, যেমন পাতন বা বিপরীত অভিস্রবণ। এই পদ্ধতিগুলির জন্য প্রায়ই ব্যয়বহুল সরঞ্জাম, বড় সেটআপ এবং যথেষ্ট শক্তি খরচের প্রয়োজন হয়। এর জুতসই বিকল্প হল ফটোথার্মাল (আলো+তাপ সহায়ক) ডিস্যালিনেশন, যাতে পুনর্নবীকরণযোগ্য সৌরশক্তিকে কাজে লাগানো যায়। গবেষকরা চৌম্বকীয় ছিদ্রযুক্ত কার্বন ন্যানো পার্টিকেল তৈরি করতে ভারতীয় মাটির প্রদীপ থেকে অনুপ্রাণিত হয়েছেন, নিকেল লবণ এবং সরষের তেল দিয়ে তুলোকে সম্পৃক্ত করে লাইটার ব্যবহার করে জ্বালানো যায়, যার ফলে এই বিশেষ চৌম্বকীয় ছিদ্রযুক্ত কার্বন ন্যানো পার্টিকেল তৈরি হয়। এই ন্যানো পার্টিকেল ফটোথার্মাল কাজ করতে পারে। বিজ্ঞানের এই ধরনের অগ্রগতি ভবিষ্যতের জন্য আশার আলো দেখায় যেখানে বিশ্বব্যাপী সব সম্প্রদায়ের মানুষের জন্য পরিষ্কার এবং নিরাপদ জল সহজলভ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − four =