সমুদ্রে তলিয়ে যাচ্ছে মুম্বই!

সমুদ্রে তলিয়ে যাচ্ছে মুম্বই!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ জুন, ২০২২

বিশ্ব উষ্ণায়নের ধাক্কায় শুধু মেরুদেশের বরফই গলে যাচ্ছে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সমুদ্রের জলের স্তর ক্রমশ বাড়তে থাকায় বিশ্বের একাধিক বিখ্যাত শহরও প্রতি বছর একটু একটু করে ডুবে যাচ্ছে। আর সেই তালিকায় রয়েছে মুম্বইও! গবেষকরা জানাচ্ছেন, প্রতি বছর গড়ে ২ মিলিমিটার করে ডুবছে মহারাষ্ট্রের রাজধানী। ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’ নামের এক আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রে এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জনসংখ্যার বিচারে বিশ্বের সপ্তম শহর মুম্বই। এখানে বাস করেন প্রায় ২ কোটি মানুষ। শহরের একটি গুরুত্বপূর্ণ অংশ দ্রুত ডুবে যাচ্ছে। বছরে ২ মিলিমিটার করে। গবেষকদের পর্যবেক্ষণ, ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যবর্তী সময়ে মুম্বই থেকে প্রাপ্ত তথ্য থেকে এমনই ইঙ্গিত মিলছে। গবেষণাপত্রে জানানো হয়েছে, মোট ৯৯টি শহরের উপরে এই গবেষণা চালানো হয়েছে। দেখা গিয়েছে মুম্বইয়ের চেয়েও ভয়ঙ্কর অবস্থা চিনের তিয়ানজিনের। প্রতি বছর ৫.২ সেন্টিমিটার করে জলের তলায় চলে যাচ্ছে ওই শহরটি। তালিকার উপর দিকেই রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা (বার্ষিক ৩.৪৪ সেন্টিমিটার), চিনের সাংহাই (বার্ষিক ২.৯৪ সেন্টিমিটার), ভিয়েতনামের হো চি মিন