সরলরেখায় অবস্থান চার গ্রহের, সংঘর্ষ শুক্র আর বৃহস্পতির!

সরলরেখায় অবস্থান চার গ্রহের, সংঘর্ষ শুক্র আর বৃহস্পতির!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ মে, ২০২২

নক্ষত্ররা অনেক সময় এক সরলরেখায় অবস্থান করে। কিন্তু এবছরের এপ্রিলে এক অভিনব দৃশ্য চাক্ষুষ করেছেন জ্যোর্তিবিজ্ঞানীরা। সৌরমণ্ডলে পৃথিবীর সবচেয়ে কাছে থাকা চার গ্রহ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি আর শনি এক সরলরেখায় অবস্থান করল কিছুক্ষণের জন্য! ৩০ এপ্রিলের মাঝ রাত থেকে ১ মে-র ভোরেও এই বিরল দৃশ্য দেখা গিয়েছে। এর মধ্যেও সবচেয়ে তাৎপর্যের বিষয় হল শুক্র আর বৃহস্পতির এক সরলরেখায় অবস্থানের সময় শুক্র আর বৃহস্পতিকে দেখে মনে হয়েছে যেন তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর আগে ২০২০-তে-ও এরকম একটি দৃশ্যের অবতারণা হয়েছিল মহাকাশে। যেখানে বৃহস্পতি আর শনির অবস্থান এমন ছিল যে ওদের মধ্যে ‘ভিসুয়াল মহা-সংযোগের’ সৃষ্টি হয়েছিল।