সরীসৃপের হাড় – আদিম পৃথিবীর চরম আবহাওয়ার প্রমাণ

সরীসৃপের হাড় – আদিম পৃথিবীর চরম আবহাওয়ার প্রমাণ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ অক্টোবর, ২০২২

সরীসৃপের এক বিলুপ্ত প্রজাতির দাঁত, আঙুল আর কানের হাড় পরীক্ষা করে বিজ্ঞানীরা স্তম্ভিত। নতুন গবেষণা প্রমাণ করছে অস্তিত্বের জন্যে ঠিক কতটা লড়াই করতে হয়েছে প্রাগৈতিহাসিক প্রাণীদের।
ইয়েল বিশ্ববিদ্যালয়, স্যাম হাউস্টন স্টেট ইউনিভার্সিটি আর উইটওয়াটার্সর‍্যান্ড বিশ্ববিদ্যালয়ের কিছু জীবাশ্ম বিজ্ঞানী জোট বেঁধেছিলেন নতুন গবেষণাটার জন্যে। ২৫০ মিলিয়ন বছরের পুরনো, অধুনালুপ্ত এক সরীসৃপকে নিয়ে তাঁদের পরীক্ষা। প্রাণীটার নাম প্যালাক্রোডন। সেখান থেকে সরীসৃপ শ্রেনির বিবর্তনের অজানা তথ্য আবিষ্কার করলেন ঐ বিজ্ঞানীরা।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেশক-ছাত্র কেলসি জেনকিন্স বলছেন, প্যালাক্রোডন আধুনিক সরীসৃপের বংশবৃক্ষের একেবারে প্রথম দিককার একটা সদস্য। জার্নাল অফ অ্যানাটমি পত্রিকায় বেরিয়েছে এই নতুন গবেষণাপত্র। আজ থেকে ২৫২ মিলিয়ন বছর আগে পারমিয়ান-ট্রিয়াসিক নামের এক ভয়াবহ জীবমন্বন্তরে ৭০% স্থলচর আর জলচর জীবের ৯৫% নিঃশেষ হয়ে গিয়েছিল। সেই সময় প্যালাক্রোডনের অবলুপ্তিও ঘটে।