সাইকি অভিযানের তোড়জোড় শুরু নাসার, অক্টোবরেই উৎক্ষেপণ

সাইকি অভিযানের তোড়জোড় শুরু নাসার, অক্টোবরেই উৎক্ষেপণ

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ৭ জুন, ২০২৩

ধাতব গ্রহাণু সাইকি। সেই গ্রহাণুতে পৌঁছানোর পরিকল্পনা নাসার আগেই ছিল। এবার সেই অভিযানে সরকারি শিলমোহর পড়ল। চলতি বছরের অক্টোবরেই সাইকির উদ্দেশ্যে পাড়ি দেবে নাসার মহাকাশযান।
যদিও এক বছর আগে হিমঘরে চলে গিয়েছিল এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প। স্পেসক্রাফটের সফটওয়্যার গড়বড় করায় গত বছর অগাস্ট মাসে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয় এই প্রজেক্ট। তবে হাল ছাড়েনি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। ক্যালিফোর্নিয়াতে অবস্থিত জেট প্রোপালশান ল্যাবরেটরি আর ক্যালটেকের যৌথ উদ্যোগে তদন্ত করা হয় কোথায় কি ত্রুটিবিচ্যুতি রয়ে গেছে। গত বছরের নভেম্বরে সেই রিপোর্ট হাতে আসার পর সর্বশক্তি নিয়ে ফের কাজে নেমে পড়েন এই অভিযানের সদস্যরা।
বহুযুগ আগে ধ্বংস হয়ে যাওয়া এক গ্রহের কেন্দ্রক বলেই মনে করা হয় এই আজব গ্রহাণুকে। সম্পূর্ণ ধাতু দিয়ে তৈরি এই গ্রহাণু। গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের প্রাক্তন কর্ণধার থমাস ইয়াং নভেম্বরের সেই প্রতিবেদনটা লিখেছিলেন। তাঁর ভাষায়, অভিযানের শুরুতেই যে সমস্যাগুলো সামনে এসেছিল সেগুলো মোটেই মামুলি নয়। সেই ভুলচুক শুধরে নিয়ে অভিযানের এখনকার ব্লুপ্রিন্ট আরও উজ্জ্বল মনে হচ্ছে।