বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ অক্টোবর, ২০২১
সাড়ে ১২ হাজারের নীচে নামল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৮ জন। ২ মার্চ শেষ বার দেশের দৈনিক সংক্রমণ ছিল এতটা কম। সে দিন দেশে আক্রান্ত হয়েছিলেন ১২ হাজার ২৮৬ জন। অর্থাৎ সাড়ে সাত মাসেরও বেশি সময় পর সংক্রমণ এতটা কম হল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪২ লক্ষ ২ হাজার ২০২ জন। তবে দৈনিক মৃত্যু সাড়ে ৩০০-র বেশিই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৬৫ জনের। যার মধ্যে ২৮১ জনই কেরলের। সংক্রমণ কম হওয়ায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৩ হাজার ৮৭৯ জন। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৬৩ হাজার ৮১৬ জন।