সাদারও সাদা! মানবসৃষ্ট সবচেয়ে সাদা রং

সাদারও সাদা! মানবসৃষ্ট সবচেয়ে সাদা রং

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ৯ আগষ্ট, ২০২২

সাদা রং মাত্রই ১০০ শতাংশ আলো শোষণ করে নেয়। কিন্তু বাস্তবে তা নয়। বাজার-চলতি যেসব সাদা রিফ্লেক্টিং পেইন্ট রয়েছে, তাদের সকলেরই প্রতিফলন ক্ষমতা ৮০-৮৫ শতাংশ। ফলে তাপশক্তির শোষণ এড়ানো যায় না কোনওভাবে। এই সমস্যার সমাধান করতেই মাঠে নেমেছিলেন পারডু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দীর্ঘ ৬ বছর গবেষণার পর এবার তাঁর বানিয়ে ফেললেন বিশ্বের সাদার চেয়েও সাদা পেইন্ট। হ্যাঁ, এখনও পর্যন্ত এটিই মানবসৃষ্ট সবচেয়ে সাদা রং।
কিন্তু কী দিয়ে তৈরি হল এই পদার্থ? প্রাথমিকভাবে বিভিন্ন বিভিন্ন ধাতব লবণের আপেক্ষিক তাপ নিয়ে গবেষণা শুরু করেছিলেন পারডু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সেখান থেকেই উঠে আসে বেরিয়ামের লবণ অন্যান্য ধাতুর লবণের থেকে স্বল্প মাত্রায় তাপ শোষণ করে থাকে। তারপর শুরু হয় এই লবণের অধাতব অংশটি নিয়ে পরীক্ষানিরীক্ষা। শেষ পর্যন্ত দেখা যায় নাইট্রেট, ক্লোরেট কিংবা অন্যান্য লবণের থেকে বেরিয়ামের সালফেট লবণ দৃশ্যমান আলোর ক্ষেত্রে প্রায় দুর্ভেদ্য। অর্থাৎ, ৯৮.১ শতাংশ আলোই প্রতিফলিত হয় বেরিয়াম সালফেটের প্রলেপ থেকে। শুধু তাই নয়, বেশি তরঙ্গদৈর্ঘ্যের তাপীয় তরঙ্গকেও অনায়াসে প্রতিফলিত করতে পারে এই রং। ফলে শুধু উজ্জ্বলতমই নয়, শীতলতম রং-ও এই বিশেষ পেইন্টটি।