সাপ আমাদের চিৎকার শুনতে পায়!

সাপ আমাদের চিৎকার শুনতে পায়!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ মার্চ, ২০২৩

সাপ শব্দ শুনতে পায় আর তাতে সাড়াও দেয়। শব্দ বলতে, এখানে বাতাসের মধ্যে দিয়ে আসা শব্দের কথা বলা হচ্ছে, তার মানে আমরা যখন হাঁটছি, তার আওয়াজ যেমন সাপ পায় আবার সাপ দেখে আমাদের চিৎকার তাও ওরা শুনতে পায়। কুইন্সল্যান্ডে সাপ নিয়ে গবেষণায় এটা প্রকাশিত হয়েছে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেসের পোস্টডক্টরাল রিসার্চ ফেলো ডাঃ ক্রিস্টিনা জেডেনেক বলেছেন, সাপের বর্হিকর্ণ, কর্ণপটহ নেই বলে, লোকে ভাবে সাপ বধির, আর তারা শুধুমাত্র মাটিতে কম্পন অনুভব করতে পারে, তাদের শরীরের মাধ্যমে। কিন্তু, অ্যানাস্থেসিয়াবিহীন সাপ, যেগুলো ঘোরাফেরা করছে তাদের নিয়ে গবেষণা করে দেখা গেছে তারা শব্দতরঙ্গে প্রতিক্রিয়া করছে, এমনকি মানুষের কণ্ঠস্বরেও।
মানুষের মত সাপের অন্তস্থঃ কর্ণ আছে, যা তাদের মাথায় কম্পন ঘটায় আর সাপ শব্দ তরঙ্গ বুঝতে পারে। সাপের কানের ভিতর কোয়াড্রেট আর কলুমেলা অস্থি দুটো পরে স্তন্যপায়ী প্রাণীতে স্টেপস কর্ণ অস্থিতে বিবর্তিত হয়েছে- যা চোয়ালের সাথে যুক্ত, কম্পনে উদ্দীপনা গ্রহণ করে আর তা পরবর্তী অংশে পাঠায়।