সালভার্ডে ইকথিওসরের জীবাশ্ম উদ্ধার

সালভার্ডে ইকথিওসরের জীবাশ্ম উদ্ধার

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ৭ জুন, ২০২৩

নরওয়ে দেশটার উত্তরে সুমেরু সাগরের মাঝে এক বিচ্ছিন্ন দ্বীপ সালভার্ড। পৃথিবীর উত্তরতম স্থলভাগ। সেখান থেকেই ইকথিওসরের ২৪০ মিলিয়ন বছরের পুরাতন জীবাশ্ম উদ্ধার করলেন নরওয়ের গবেষকরা।
প্লস ওয়ান পত্রিকায় প্রকাশিত হয়েছে এই সাম্প্রতিক আবিষ্কারের খবর। এক্সরের সাহায্যে জীবাশ্মের খুঁটিনাটি পরীক্ষা করে দেখা হয়েছে। সালভার্ড দ্বীপপুঞ্জের জন্ম তখনও হয়নি। সমুদ্রের নিচে ছিল এই ভূখণ্ড। সেই সময়েই জীবাশ্মটা সৃষ্টি হয়েছিল বলে অনুমান বিজ্ঞানীদের। তারপর লক্ষ লক্ষ বছর পলি আর কাদার নিচে থেকে একেবারে মসৃণ আর সমতলে রূপান্তরিত হয়েছে ইকথিওসরের জীবাশ্ম।
যদিও শনাক্তকরণ নিয়ে আন্তর্জাতিক বিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য ছিল। কিন্তু সাম্প্রতিক এক্সরে ডেটা থেকে প্রাগৈতিহাসিক ওই প্রাণীর কঙ্কাল আর খুলি চিনতে পেরেছেন গবেষকরা। সম্ভাব্য প্রজাতি – ফ্যালারোডন অ্যাটাভাস। এই প্রজাতির ইকথিওসর জলজ হলেও বাতাসের শ্বাস নিত। সরীসৃপ হলেও তাদের দেখতে ছিল আজকের ডলফিনদের মতো।