সাড়ে সাত হাজার বর্গ কিমি জঙ্গলে বেআইনি দখলদারি!

সাড়ে সাত হাজার বর্গ কিমি জঙ্গলে বেআইনি দখলদারি!

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ১৩ আগষ্ট, ২০২২

ভারতে ৭৪০০ কিলোমিটার বর্গ কিলোমিটার বনভূমি বেআইনি দখলদারদের হাতে চলে গিয়েছে! দখল হওয়া বনভূমির অধিকাংশ জমিই অসমে। প্রায় ৩৭৭৫ বর্গ কিলোমিটার অঞ্চল। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে। বেআইনি দখলদারি রুখতে যা যা করণীয় করতে বলা হয়েছে। দখলদারি রুখতে গত আর্থিক বছরেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ৫৪৪ কোটি টাকা অনুদান দিয়েছে কেন্দ্র। তবে অনুদানটা ছিল গ্রিন ইন্ডিয়া মিশন এবং প্রোজেক্ট টাইগার প্রকল্পের আওতায়। বনভূমি রক্ষায় এই প্রকল্প পড়ে না। অসমে যত বনভূমি দখলদারদের হাতে পড়েছে তা রাজ্যের মোট বনাঞ্চলের ১৩ শতাংশ। সার্বিকভাবে দেশের ২৭টি রাজ্য মিলিয়ে মোট ৭ লক্ষ ৪০ হাজার ৯৭৩ হেক্টর বনভূমি বেআইনি দখলদারদের হাতে। এর প্রায় ৬০ শতাংশ উত্তর-পূর্বের অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ডে দখল হয়েছে।