সিংহের চোখে অস্ত্রোপচার গুজরাটে

সিংহের চোখে অস্ত্রোপচার গুজরাটে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ জুন, ২০২২

গুজরাটের পাঁচ বছর বয়সী এক সিংহকে অস্ত্রোপচার করে অন্ধ হওয়ার হাত থেকে রক্ষা করেছেন চিকিৎসকরা। দুই চোখেই করতে হয়েছে অস্ত্রোপচার। সিংহটি গির অভয়ারণ্যে। গিরের কর্মকর্তারা লক্ষ্য করেন, শিকার কাছে পেয়েও সিংহটি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তখনই বনবিভাগের কর্মীরা এটিকে উদ্ধার করে কেন্দ্রে নিয়ে যান। বুঝতে পারেন, সিংহটি চোখে দেখতে পারছে না। কেন্দ্রের টিম বোঝেন সিংহের দুটি চোখেই ছানি পড়েছে। তাই পুনরায় শিকার করার জন্যে অস্ত্রোপচার করেই তার চোখের দৃষ্টি ফেরাতে হবে। সেইমতো সাক্কারবগ চিড়িয়াখানার পশু চিকিৎসকরা সিংহের চোখে অস্ত্রপচার করেন। সাক্কারবগের পশু চিকিৎসক রিয়াজ কাদিওয়ার কেমন করে অস্ত্রোপচার করা হয়েছে সেকথাই শুনিয়েছেন। প্রথমে ঘুম পাড়িয়ে চোখের মাপ নেওয়া হয় সিংহের। তারপর সে তথ্য মাদুরাইতে একটি কোম্পানিকে পাঠাতে, কোম্পানি লেন্স তৈরি করে পাঠিয়েছে। প্রথমে এক চোখে অস্ত্রোপচার করে দেখা যায় সিংহ দেখতে পাচ্ছে, তখন দ্বিতীয় চোখেও অস্ত্রোপচার করা হয়।