অন্তসত্ত্বারা নিয়মিত সুগার-ফ্রি চিউইং গাম খেলে তাদের শিশু অপরিণত হয়ে জন্মাবে না! সাম্প্রতিক গবেষণা এই স্বস্তির খবর দিয়েছে। বিশ্বের যে দেশগুলিতে অপরিণত শিশু প্রসবের হার সর্বাধিক তার মধ্যে অন্যতম মালাউ। সেখানে অপরিণত বা মৃত শিশু প্রসবের হার ১৯.৩ শতাংশ। সেখানেই গবেষণা চালিয়ে বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তে এসেছেন। এর আগে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, মুখের ভেতরের স্বাস্থ্য ভাল না হওয়াই মৃত বা অপরিণত শিশু জন্মানোর অন্যতম কারণ। সেই সূত্র ধরেই গবেষকরা দেখেছেন, সুপার-ফ্রি চিউইং গাম নিয়মিত খেলে অন্তসত্ত্বা মহিলাদের সন্তান অপরিণত বা মৃত হয়ে জন্মানোর সম্ভাবনা কমে যায়। একইসঙ্গে, এই চিউইং গাম চিবোলে দাঁতের সমস্যাও কম থাকে বলে জানিয়েছেন গবেষকরা। গবেষকদের মতে চিউইং গামে জাইলিটল নামের এক রাসয়নিক থাকে। সেই রাসয়নিক পদার্থে, গবেষকরা বলছেন মুখের ভেতরের স্বাস্থ্য ভাল হয়।