বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ নভেম্বর, ২০২১
শনিবার (৬/১১/২০২১) সুন্দরবনের ছোট্ট খাঁড়িতে দেখা মিললো একটি বৈচিত্র্যপূর্ণ ভাইন সাপের। জয়দীপ কুন্ডূ নামের এক ভ্রমণকারী ভাইন স্নেকের স্ত্রী প্রজাতির একটি সাপের ছবি তুলে ফেসবুক পোস্ট করেছেন শনিবার বিকেল নাগাদ। হারপেটোলজিস্ট অনির্বাণ চৌধুরী ভারতীয় উপমহাদেশে প্রথম ভাইন স্নেকের সন্ধান দেন। ভাইন স্নেকের একটি চমকপ্রদ বৈশিষ্ট্য রয়েছে। এই সাপের মধ্যে সেক্সুয়াল ডি ক্রোমোজম দেখা যায়। পুরুষ সাপের তুলনায় মেয়ে সাপ বেশি রঙ ধারণ করে – সম্ভবত আকৃষ্ট করার জন্যে। পৃষ্ঠদেশের এই রঙ ধারণ করার বিষয়টিই সেক্সুয়াল ডি ক্রোমোজম। এটি সাপেদের মধ্যে অত্যন্ত দুর্লভ একটি বৈশিষ্ট্য। ভাইন এর ক্ষেত্রে পুরুষ সাপ সবুজ রঙা হয়। আর স্ত্রী প্রজাতি হালদা ঘিয়ের ওপর বাদামি ছোপ ছোপ। বোথ্রোপ্স জেনাস এবং মাদাগাস্কার লিফ নোসড স্নেক – এর মধ্যেও এই ধরণের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।