সুন্দরবন বাঁচাতে অভিনব সাইকেল র‍্যালি

সুন্দরবন বাঁচাতে অভিনব সাইকেল র‍্যালি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ ফেব্রুয়ারী, ২০২২

গত বৃহস্পতিবার অর্থাৎ ৩ ফেব্রুয়ারী দেশের স্বাধীনতার ৭৫ বছরের অমৃত মহোৎসবে সামিল হয়ে সুন্দরবন বাঁচানোর অঙ্গীকার নিয়ে ছোটো মোল্লাখালি এলাকার কালিদাসপুরের স্কুল পড়ুয়াদের নিয়ে অভিনব ‘সাইকেল র‍্যালি’ আয়োজন করে বণ্যপ্রাণপ্রেমী সংগঠন শের। সাইকেল যাত্রার সূচনা করেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সরকারী ফিল্ড ডিরেক্টর পার্থপ্রতীম ত্রিপাঠী। কোভিড প্রোটোকল মেনেই স্কুলছাত্ররা অংশ নেয় র‍্যালিতে। র‍্যালি শেষের পর একটি সংক্ষিপ্ত শিল্প প্রতিযোগিতারও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বসিরহাট রেঞ্জের রেঞ্জ অফিসার মৃত্যুঞ্জয় বিশ্বাস।
আয়োজক সংস্থার কর্ণধার
রাজ্য বন্যপ্রাণ উপদেষ্টা পর্ষদে’র সদস্য জয়দীপ কুণ্ডু বলেন, অমৃত মহোৎসব কর্মসূচীর অংশ হিসেবেই ভারতের সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষের সহায়তায় এই উদ্যোগ।