সুপার মাউন্টেন ও পৃথিবীর ইতিহাস

সুপার মাউন্টেন ও পৃথিবীর ইতিহাস

বিজ্ঞানভাষ
Posted on ৮ ফেব্রুয়ারী, ২০২২

মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ৮,৮৪৮ মিটার, হিমালয় পর্বতমালার সবচেয়ে উচ্চতম শৃঙ্গ। তবে এই পৃথিবীতে তার থেকেও উঁচু পর্বতমালা ছিল বলে দাবি করছেন গবেষকরা। পৃথিবীর বিবর্তনে সাহায্য করেছিল সেই পর্বতশ্রেণীগুলি। গবেষকরা এই পর্বতশ্রেণীগুলিকে বলছেন সুপারমাউন্টেন (Supermountains)। পৃথিবীর ইতিহাস জুড়ে এই সুপারমাউন্টেনগুলির গঠন ট্র্যাক করতে সক্ষম হয়েছেন তাঁরা। গবেষকরা দাবি করছেন, ৮,০০০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত সুবিশাল এই পর্বতগুলি বর্তমান হিমালয় পর্বতমালার (২,৩০০ কিলোমিটার) দৈর্ঘ্যের প্রায় তিনগুণ ছিল এবং পৃথিবীর ইতিহাসে (Earth’s History) এরা দু’বার গঠিত হয়েছিল – প্রথমটি ২,০০০ থেকে ১,৮০০ মিলিয়ন বছর আগে এবং দ্বিতীয়টি ৬৫০ থেকে ৫০০ মিলিয়নের মধ্যে। গবেষকরা বিশ্বাস করেন যে, সুপারমাউন্টেনের এই দুটি উদাহরণ এবং পৃথিবীর বিবর্তনের ইতিহাসের (Evolution In Earth’s History) দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে কোনও না কোনও সংযোগ রয়েছে।