সুমেরুতে সেঞ্চুরি

সুমেরুতে সেঞ্চুরি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ ডিসেম্বর, ২০২১

সুমেরুতে সেঞ্চুরি করলো তাপমাত্রা। তাপমাত্রা ছুঁলো ১০০ ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস হিসেবে ধরলে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বরফের সাম্রাজ্য সাইবেরিয়ার এযাবৎ কালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এটি। রাষ্ট্রপুঞ্জের ‘ ওয়ার্ল্ড মেটিরিওলজিক্যাল অর্গানাইজেশন’ জানিয়েছে গত জুনে সাইবেরিয়ার ভারখোয়ানস্ক শহরের তাপমাত্রা এমন ভয়াবহ জায়গায় পৌঁছে গেছিল। সে সময় তীব্র তাপপ্রবাহ চলেছিল সাইবেরিয়ায়। অর্গানাইজেশনের সেক্রেটারী- জেনারেল পেত্তেরি তালাস জানান, এই তীব্র তাপপ্রবাহের ফলে একের পর এক দাবানল সৃষ্টি হয় সাইবেরিয়ায়। ফলে সমুদ্রের বরফ দ্রুত হারে গলে যায়। রাশিয়ার বনমন্ত্রকের দেওয়া তথ্য বলছে সাইবেরিয়ার ইতিহাসে দবচেয়ে মারাত্মক দাবানল হয়েছে শেষ গ্রীষ্মে। শুধু ভাওখোয়ানস্ক নয়, গোটা সাইবেরিয়ায় শেষ গ্রীষ্মে তাপমত্রা স্বাভাবিকের বেশি ছিল। গড়ে ১০ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য এবছরের দাবানলে রাশিয়ার বনাঞ্চলের ৪কোটি ৬০ লক্ষ একর জমি পুড়ে শেষ হয়ে গেছে। দাবানলের ধোঁয়া পৌঁছেছে উত্তর মেরু পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =