সুমেরুর বরফে ছ-তলা বাড়ির সমান গহ্ববর!

সুমেরুর বরফে ছ-তলা বাড়ির সমান গহ্ববর!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ এপ্রিল, ২০২২

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কী না হচ্ছে! সুমেরু বা আর্কটিক অঞ্চলের বরফ যে খুব দ্রুত গলছে সেই খবর আগেই পাওয়া গিয়েছিল। সাম্প্রতিকতম খবর তৈরি করল আরও উদ্বেগ। গত ১০ বছরের কম সময়ে, বস্তুত ৯ বছরে সুমেরু অঞ্চলে বরফের মধ্যে এত বড় বড় গহ্ববর তৈরি হয়েছে যার মধ্যে যে কোনও শহরের ৬-তলা একটা বাড়ি পর্যন্ত ঢুকে যেতে পারে! মনতেরে বে অ্যাকুয়ারিয়াম ইনস্টিটিউটের গবেষকরা ২০১০ থেকে ২০১৯-এর মধ্যে সুমেরু অঞ্চলের কানাডিয়ান সমুদ্রের পৃষ্ঠতল ধরে পর্যবেক্ষণ করেছেন। দেখেছেন সুমেরু সমুদ্রের পাশ দিয়ে যে পার্মাফ্রস্টের সৃষ্টি হয়েছে সেটা জলের তলায় চলে গিয়েছে আর সেই কারণেই সমুদ্রের পৃষ্ঠতলে তৈরি হয়েছে বিশাল বিশাল গহ্ববরের। যে গর্তগুলোর গভীরতা ২৮ মিটার, দৈর্ঘ্যে ২২৫ মিটার আর প্রস্থে সেই গর্ত ৯৫ মিটার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =