সুমেরুর বরফ গলায় ছড়াতে পারে ভাইরাসও!

সুমেরুর বরফ গলায় ছড়াতে পারে ভাইরাসও!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ অক্টোবর, ২০২১

বিশ্ব উষ্ণায়নে সুমেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে বিপুল পরিমাণে এবং যথেষ্ঠ দ্রুত গতিতে, এটা আর নতুন খবর নয়। কিন্তু সাম্প্রতিক একটি গবেষণা ও পর্যবেক্ষণ জানাচ্ছে সুমেরু অঞ্চলে শুধু বরফ গলে পৃথিবীর ক্ষতি হছে না, বরফ গলার সঙ্গে সঙ্গে হাওয়ায় ছড়িয়ে পড়তে পারে অজানা, বিষাক্ত নানারকমের ভাইরাসও! এমনকী, বিজ্ঞানীরা এ-ও ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন, মাটির নীচে বিস্তৃত অঞ্চল জুড়ে জমা বরফ (পার্মাফ্রস্ট) গলার সঙ্গে সঙ্গে বাতাসে ছড়িয়ে পরার সম্ভাবনা পারমাণবিক চুল্লি এবং ডুবোজাহাজ থেকে নির্গত তেজষ্ক্রিয় পর্দার্থের বর্জ্যও! ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে মেরু অঞ্চল! উত্তর গোলার্ধে এই পার্মাফ্রস্টের বিস্তৃতি ২৩ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে। বিজ্ঞানীদের মতে এই পার্মাফ্রস্ট ১ মিলিয়ন বছরের পুরনো। বিজ্ঞানীদের পর্যবেক্ষণে, এই অঞ্চল জুড়ে রয়েছে নানারকমের রাসায়নিক যৌগ। উষ্ণায়নের ফলে, পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলের বরফ গলছে অনেক দ্রুত। বিজ্ঞানীদের মতে ২১০০ সালের মধ্যে দুই-তৃতীয়াংশ পার্মাফ্রস্ট গলে যেতে পারে! তাতে বাতাসের এক বিশাল অংশ দূষিত হয়ে যেতে পারে! এই গবেষণার বিষয়ে নেচার ম্যাগাজিনে প্রকাশিত নিবন্ধ অনুযায়ী, পৃথিবী শুধু বরফ হারাচ্ছে না, আরও অনেকরকমের অজানা ভাইরাস, তেজষ্ক্রিয় পদার্থের বর্জ্যের মিশ্রণে বাতাসের দূষণ আরও বাড়িয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 11 =