জীবাশ্মবিদরা যুগ যুগ ধরে খুঁড়ে যাচ্ছেন পাথর। মূল উদ্দেশ্য যদি কোনওদিন একটা ভাল জাতের জীবাশ্ম পাওয়া যায়। অবশেষে পাওয়া গেল তেমনই একটি। অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত জীবাশ্মবিদ রাসেল বিকনেল এবং তার দল পেল ৩১ কোটি বছর আগের প্রাচীন আর্থ্রোপডের মস্তিস্ক! যাকে বাংলায় বলা হয় নালকাঁকড়া। একটি জীবাশ্মের মধ্যে সেই ৩১ কোটি বছরের পুরোনো নালকাঁকড়ার মস্তিষ্কটি সযত্নে সুরক্ষিত! জীবাশ্মবিদরা জানিয়েছেন, মস্তিষ্কটি এতটাই সুরক্ষিত যে, মনে হচ্ছে এটা যেন আধুনিক কাঁকড়ার মস্তিষ্ক! চিকাগোর দক্ষিণে, ম্যাজন ক্রিকে যে জনপ্রিয় জীবাশ্ম বেড রয়েছে সেখান থেকে মস্তিষ্কের সুরক্ষিত জীবাশ্মটি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন। এমনিতে, কাঁকড়াদের জীবাশ্ম হয়ে থাকার রেকর্ড ৪৪ কোটি বছরের। শুধু জীবাশ্ম হয়ে থাকা এক বিষয়। কিন্তু কাঁকড়ার মস্তিস্ক নিখুঁতভাবে ৩১ কোটি বছর ধরে সুরক্ষিত হয়ে থাকা? বিজ্ঞানীরা বলছেন এ এক অভূতপুর্ব ঘটনা। এখনও পর্যন্ত এরকম ঘটনা মাত্র ২০টি, জানাচ্ছেন তাঁরা।
ছবি সৌজন্যে: দ্য নিউ ইয়র্ক টাইমস