সৌরশক্তির সহায়তায় পেসমেকার!

সৌরশক্তির সহায়তায় পেসমেকার!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ জুন, ২০২২

আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা নেচার মেটেরিয়ালস-এ প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি। শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পেসমেকারের মত এমন এক যন্ত্র যা সৌরশক্তির সহায়তায় চলবে। আমেরিকায় ইতিমধ্যে ৯৭.২ গিগাওয়াট সৌরশক্তি উৎপাদক স্থাপিত হয়েছে। গড়ে ১৮ মিলিয়ন ঘরে বিদ্যুতের ব্যবহার হচ্ছে সৌরশক্তির সহায়তায়। মার্কিন যুক্তরাষ্ট্রে মোট যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয় তার ৩ শতাংশ ব্যবহৃত হয় সৌরশক্তি থেকে। যন্ত্রটি স্পঞ্জের। তার ওপরের স্তরে রয়েছে অসংখ্য ছিদ্র। আর সৌরশক্তি নেওয়ার জন্য রয়েছে ক্ষুদ্রাতিক্ষুদ্র ডিভাইস। বিজ্ঞানীরা জানিয়েছেন এই যন্ত্রটি পেসমেকার ছাড়াও কোনও ব্যক্তি স্নায়ু রোগে আক্রান্ত হলেও তার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। যন্ত্রটি স্নায়ু উদ্দীপকের কাজও করবে। অন্যতম গবেষক প্রমিনস্কি জানিয়েছেন, যার স্নায়ুর রোগের ক্রনিক অসুখ রয়েছে তার ওপর এই যন্ত্র ব্যবহার করলে যন্ত্রণা অনেক কম থাকবে।