সৌরশিখার দাপটে ভারত মহাসাগরে রেডিও ব্ল্যাকআউট

সৌরশিখার দাপটে ভারত মহাসাগরে রেডিও ব্ল্যাকআউট

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ জানুয়ারী, ২০২২

ভারত মহাসাগরের ওপর সৃষ্টি হয়েছে শর্টওয়েভ রেডিও ব্ল্যাকআউট। বৃহস্পতিবার থেকে। সৌজন্যে সুর্য! আরও পরিষ্কারভাবে বললে সৌরশিখার ঝাপটা। যার ধাক্কাতেই সৃষ্টি হল মৃদু ভূ-চৌম্বকীয় ঝড়ের। ফলে পার্শ্ববর্তী অঞ্চলে তার প্রভাব অবশ্যম্ভাবী। নাসার স্পেসওয়েদার.কম জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ভারত মহাসাগরের ওপর দিয়ে যাওয়া বিমানচালক, নাবিক, জাহাজের চালকরা, হ্যাম রেডিও অপারেটররা নির্ধারিত ৩০ মেগা হার্তজের কম তরঙ্গ পাওয়ায় কিছুটা অস্বস্তিতে পড়বেন। স্পেসওয়েদার.কম জানাচ্ছে এই সৌরশিখার ধাক্কার ফলে শনিবার, রবিবার ও সোমবারও ভূ-চৌম্বকীয় অস্থিরতার সৃষ্টি হতে পারে। যার প্রভাব ভূপৃষ্ঠের ওপরও পড়তে পারে বলে বিজ্ঞানীদের ধারণা।