স্কুলের বাচ্চাদের উদ্যোগে পুনর্জীবন বিপন্ন ও বিরল পাখিদের

স্কুলের বাচ্চাদের উদ্যোগে পুনর্জীবন বিপন্ন ও বিরল পাখিদের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ এপ্রিল, ২০২২

স্কটল্যান্ডের একটি ছোট্ট শহর অর্কনি। সেখানে এক বিরল প্রজাতির পাখিদের দেখতে পাওয়া যায়। তাদের নাম লিটল টার্নস। ইংল্যান্ডের সবচেয়ে ছোট পাখি। আফ্রিকার পশ্চিম থেকে হাজার হাজার মাইল ভ্রমণ করে তারা স্কটল্যান্ডে আসে প্রত্যেক এপ্রিলে বংশবিস্তার করতে। সাউথ রোনাল্ডসে শহরের ফোর্থ ব্যারিয়ার সমুদ্রের উপকূলে তাদের বাসা বাঁধা। কিন্তু সেই সি-বিচটা জনবহুল এবং সেখান থেকে শহরে যাওয়ার চওড়া রাস্তা চলে গিয়েছে। লিটল টার্নসগুলো সেই সি-বিচের ওপর ফেলে দেওয়া মানুষের বর্জ্য নিজেদের খাবার ভেবে খায় আর মরে! এভাবে লিটল টার্নস ক্রমশ বিপন্ন হতে থাকে। বিরল প্রজাইর এই পাখি এখন ইংল্যান্ডে মাত্র দু’হাজার! এই অবস্থায় বারে এবং হোপ প্রাইমারি স্কুলের খুদেরা উদ্যোগ নিয়েছে বিপন্ন হয়ে পড়া বিরল এই পাখিদের বাঁচাতে। পুরো এলাকা জুড়ে বিপন্ন পাখি বাঁচাও লেখা পোস্টার লাগিয়ে ফেলেছে বাচ্চারা। এখানেই শেষ নয়, প্রত্যকদিন স্কুলের পর ওই খুদেরা সি-বিচ পরিষ্কার করছে। যাতে লিটল টার্নসরা পর্যটকদের ফেলে যাওয়া আবর্জনায় মুখ না দেয়।